রবিবার ৭ সেপ্টেম্বর ২০২৫ ২৩ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম:


বিনোদন
শাকিবের প্রিন্স সিনেমায় যুক্ত হলো বলিউডের চিত্রগ্রাহক অমিত রায়
প্রকাশ: রোববার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫৯ পিএম   (ভিজিট : ৫২)
ঢালিউডে আসছে নব্বই দশকের ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ডকে ঘিরে নির্মিত নতুন ছবি ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে থাকছেন মেগাস্টার শাকিব খান। আবু হায়াত মাহমুদের পরিচালিত এই সিনেমায় থাকছে রোম্যান্স, ক্রাইম আর অ্যাকশনের মিশেল। এরই মধ্যে ছবি ঘিরে এল এক সুসংবাদ; এতে যুক্ত হয়েছেন বলিউডের নামী চিত্রগ্রাহক অমিত রায়, যা নিঃসন্দেহে ছবির মান আরও সমৃদ্ধ করবে বলে আশা।

গত শনিবার সন্ধ্যায় প্রযোজনা সংস্থা ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস সামাজিক মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়। ‘প্রিন্স’ সিনেমায় অমিত রায়ের যুক্ত হওয়ার খবর জানিয়ে ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘প্রিন্স এখন কিংবদন্তীর লেন্সে! বাংলাদেশি সিনেমা এবার দেখতে যাচ্ছে এমন ভিজ্যুয়াল, যা আগে কখনো দেখা যায়নি।’

এদিকে অমিত রায়ের যুক্ত হওয়া প্রসঙ্গে নির্মাতা আবু হায়াত মাহমুদ গণমাধ্যমে বলেন, ‘আমরা শুরু থেকেই বলছিলাম প্রিন্স হবে লার্জার দ্যান লাইফ এক্সপেরিয়েন্স। সেই ভিশনকেই শক্তিশালী করতে আমাদের সঙ্গে যুক্ত হলেন অমিত রায়। আমি নিশ্চিত, তিনি বাংলাদেশের দর্শকদের জন্য এমন ভিজ্যুয়াল নিয়ে আসবেন, যা আগে কেউ দেখেনি।’

উল্লেখ্য, নির্মাতা রামগোপাল ভার্মার টিমে যুক্ত হয়ে চিত্রগ্রাহক হিসেবে নিজের যাত্রা শুরু করেন অমিত রায়। কাজ করেছেন ‘নিঃশব্দ’, ‘দাস কাহানিয়া’, ‘সরকার রাজ’, ‘দম মারো দম’, ‘লাভ আজকাল’, ‘ডানকি’, ‘অ্যানিমেল’- এর মতো সিনেমার চিত্রগ্রাহক হিসেবে। 







আরও খবর


 সর্বশেষ সংবাদ

রাজধানীতে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে লাখো মুসল্লির অংশগ্রহণে জশনে জুলুস
মালদ্বীপে হাইকমিশনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
নির্বাচনকালে গণমাধ্যমের তথ্যপ্রবাহে কোনো বাধা দেওয়া হবে না: তথ্য উপদেষ্টা
পৃথিবীর কোনো শক্তি ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ঠেকাতে পারবে না: প্রেস সচিব
পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

সাবিনা ইয়াসমিনের জন্মদিনে শাকিবের শ্রদ্ধা
সংসার ভাঙছে মোনালি ঠাকুরের
পলাতক হাসিনা-জয়কে দেশে ফেরাতে ইন্টারপোলের রেড অ্যালার্ট চেয়ে দুদকের চিঠি
তারেক রহমান দেশে ফিরতে চাইলে সহায়তা করবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
৩ দাবিতে সর্বদলীয় সংহতি সমাবেশের ডাক
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com