শুক্রবার ৫ সেপ্টেম্বর ২০২৫ ২১ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম:


খেলাধুলা
নেতা পারফর্ম করতে না পারলে, দল মানসিকভাবে ভেঙে পড়ে: লিটন দাস
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১১ পিএম   (ভিজিট : ১৩৫)
পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ জিতলেও ব্যক্তিগত পারফরম্যান্সে ম্লান ছিলেন অধিনায়ক লিটন দাস। যে কারণে এশিয়া কাপের আগে তার ফর্মে ফেরা নিয়ে ক্রিকেটসংশ্লিষ্টদের উদ্বেগ ছিল। লিটন সেই শঙ্কা উড়িয়ে দিয়েছেন নেদারল্যান্ডস সিরিজে। যেখানে সর্বোচ্চ ১৪৫ রান করে তিনি সিরিজেসেরার পুরস্কার পেয়েছেন। 

তৃতীয় ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় বাংলাদেশ সিরিজ নিশ্চিত করেছে ২-০ ব্যবধানে। পরে সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘আমি (অধিনায়কত্ব) উপভোগ করি, উপভোগ করি বলেই এই দায়িত্ব নিয়েছি। অবশ্যই আমাদের টানা বেশ কয়েকটি সিরিজে ভালো ক্রিকেট হয়েছে। আমি নিজেও পারফর্ম করছি, যা দলের জন্য গুরুত্বপূর্ণ। একজন নেতা যখন পারফর্ম করতে পারেন না, তখন দল মানসিকভাবে কিছুটা ভেঙে পড়ে।’

সর্বশেষ সিরিজে রান পাওয়ায় লিটন নিজেও সন্তুষ্ট, ‘আমাদের দলের সবাই ভালো পারফর্ম করছে, আর আমারও একটি চ্যালেঞ্জ ছিল– আমিও যেন সেই অবদান রাখতে পারি, যেন ভালো পারফর্ম করতে পারি। সেদিক থেকে আমি ভীষণ আনন্দিত যে আমি দলের একজন সদস্য হিসেবে ইতিবাচক প্রভাব রাখতে পারছি।’

অধিনায়কত্ব পাওয়ার পর টানা তিন সিরিজে জয়ের স্বাদ পেয়েছেন লিটন। সিলেটে হ্যাটট্রিক পূর্ণ করে ভেন্যুটির প্রশংসা করেছেন তিনি, ‘আমরা জানি বাংলাদেশের আন্তর্জাতিক ম্যাচগুলোর মধ্যে সিলেট ও চট্টগ্রাম তুলনামূলকভাবে বেশ ব্যাটিং-বান্ধব ভেন্যু। আউটফিল্ডও এখানে খুব ভালো। অন্যদিকে মিরপুরে সবাইকেই কিছুটা সংগ্রাম করতে হয়, শুধু আমাদের স্থানীয় খেলোয়াড়রা নয়, বিদেশি খেলোয়াড়রাও এখানে খেলতে এসে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়। তাই স্বাভাবিকভাবেই সব ব্যাটসম্যানের জন্য সিলেট একটি ভালো বিকল্প, দারুণ একটি মাঠ। এখানে খেলা সত্যিই উপভোগ্য। আপনারা যারা এখানে থাকেন, তারাও পরিবেশ দেখে নিশ্চয়ই আনন্দ পান।’







আরও খবর


 সর্বশেষ সংবাদ

কোয়াবের নতুন সভাপতি মিঠুন
সংসার ভাঙছে মোনালি ঠাকুরের
তারেক রহমান দেশে ফিরতে চাইলে সহায়তা করবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
৩ দাবিতে সর্বদলীয় সংহতি সমাবেশের ডাক
কন্যা সন্তানের বাবা হলেন মিরাজ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ফ্রান্সের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন
সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসিকে কারাগারে পাঠানোর আদেশ
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সাত দলের নেতারা যমুনায়
আমি স্ট্যাটাস দিই আর গালি শুনি: জয়
নুরের সুচিকিৎসার জন্য প্রধান উপদেষ্টার নির্দেশ, বিদেশে পাঠানো হবে
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com