প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২০ পিএম (ভিজিট : ১৯১)
হলিউডে ‘কনজুরিং’কে ওয়ার্নার ব্রাদার্সের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি হিসাবে বিবেচনা করা হয়। এ পর্যন্ত আটটি সিনেমা মুক্তি পেয়েছে এ ফ্র্যাঞ্চাইজির, যার প্রতিটি সিনেমাই সাফল্যের মুখ দেখেছে। সর্বশেষ ২০২১ সালে মুক্তি পেয়েছিল ‘দ্য কনজুরিং: দ্য ডেভিল মেইড মি ডু ইট’। সেই করোনা মহামারির মধ্যেও সিনেমাটি সাফল্য লাভ করে। প্রায় চার বছর পর এবার পর্দায় আসছে ফ্র্যাঞ্চাইজির নবম কিস্তি— ‘দ্য কনজুরিং: লাস্ট রাইটস’।
আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) এ সিনেমাটি আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে। দেশের ভৌতিক সিনেমাপ্রেমী দর্শকরাও সেই সিনেমার সিক্যুয়েল দেখাতে মুখিয়ে আছেন। কারণ একই দিনে বাংলাদেশেও স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি মুক্তি পাচ্ছে। মাল্টিপ্লেক্সটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মাইকেল শ্যাভস পরিচালিত ‘দ্য কনজুরিং: লাস্ট রাইটস’ সিনেমাটিতে অভিনয় করেছেন প্যাট্রিক উইলসন ও ভেরা ফারমিগা, যারা প্যারানরমাল তদন্তকারী। লেখক এড ও লরেন ওয়ারেন হিসেবে তাদের ভূমিকা আবার পালন করেন মিয়া টমলিনসন ও বেন হার্ডি।
এবারের ‘দ্য কনজুরিং: লাস্ট রাইটস’ সিনেমাটি ১৯৮৬ সালের স্মার্ল পরিবারে ঘটে যাওয়া অলৌকিক ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত। গল্পে দেখা যায়, পেনসিলভানিয়ার ওয়েস্ট পিটস্টনের স্মার্ল পরিবার তাদের বাড়িতে এক বা একাধিক শয়তানের আক্রমণ অনুভব করে অদ্ভুত গন্ধ, বিপজ্জনক আওয়াজ, কালো ছায়া, শারীরিক আঘাতসহ নানা অতিপ্রাকৃত ঘটনা।
দম্পতি জ্যাক ও জ্যানেট স্মার্ল তাদের অভিজ্ঞতা প্রকাশ্যে আনে, যা সংবাদমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এমনকি তারা একটি বইও লেখেন। ধারণা করা হচ্ছে, আগের ধারাবাহিকতায় এটিও এ ফ্র্যাঞ্চাইজির আরেকটি সফল সিনেমা হতে চলেছে।
এর আগে ২০২১ সালের জুনে ‘দ্য কনজুরিং: দ্য ডেভিল মেড মি ডু ইট’ মুক্তির আগে পরিচালক মাইকেল শ্যাভস এম্পায়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘দ্য কনজুরিং’ সিরিজের ভবিষ্যতের কিস্তির সম্ভাবনা সম্পর্কে মন্তব্য করেছিলেন, আশা করি এই সিনেমা ওয়ারেনদের জন্য নতুন অধ্যায়টি খুলে দেবে। শ্যাভস আগের সিনেমাটি থেকে পরিচালক হিসেবে ফিরে আসেন এবং জেমস ওয়ান ও পিটার সাফরান প্রযোজক হিসেবে ফিরে আসেন।