প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৮:৪১ PM
আদালতের নির্দেশে রিমান্ডে থাকা শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহকে শনিবার বিকালে কলম্বোর ম্যাগাজিন কারাগার থেকে ন্যাশনাল হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি আছেন বলে জানিয়েছে দ্য মিরর।
কলম্বো ন্যাশনাল হাসপাতালের উপপরিচালক ডা. রুকশন বেল্লানা জানান, চিকিৎসকেরা তার শারীরিক অবস্থার কারণে জরুরি চিকিৎসা ইউনিট থেকে আইসিইউতে স্থানান্তরের পরামর্শ দেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বিক্রমাসিংহের শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে আইসিইউতে নেওয়া হয়েছে।
এর আগে শনিবার একাধিক স্বাস্থ্য জটিলতার কারণে আদালতের নির্দেশে রিমান্ডে নেওয়ার পর তাকে কারাগারের হাসপাতালেই ভর্তি করা হয়েছিল। ন্যাশনাল হাসপাতালে তার প্রাথমিক স্বাস্থ্য অবস্থা যাচাইয়ের পর বিশেষায়িত চিকিৎসার প্রয়োজনীয়তা ধরা পড়ে বলে চিকিৎসকরা জানান। কারাগারের হাসপাতালে এ ধরনের চিকিৎসা সম্ভব না থাকায় আইসিউতে পাঠানো হয়।
হাসপাতালে নেওয়ার আগেরদিন সরকারি অর্থের অপব্যবহারের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
৭৬ বছর বয়সী বিক্রমাসিংহকে জামিন দিতে অস্বীকৃতি জানায় কলম্বো ম্যাজিস্ট্রেট আদালত। অভিযোগে বলা হয়েছে, তিনি রাষ্ট্রীয় অর্থ প্রায় ১৬ দশমিক ৬ মিলিয়ন শ্রীলঙ্কান রুপি (প্রায় ৫৫ হাজার মার্কিন ডলার) ব্যক্তিগত ভ্রমণের জন্য ব্যবহার করেন। ২০২৩ সালে রাষ্ট্রপতি থাকা অবস্থায় তিনি যুক্তরাজ্য সফরে তা ব্যয় করেন।
উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসজনিত সমস্যার কারণে চিকিৎসার প্রয়োজন দেখা দিলে তাকে প্রথমে কারাগারের হাসপাতালেই রাখা হয়।
কারাগার বিভাগের মুখপাত্র জগত বিরাসিংহের বরাতে দ্য হিন্দু জানিয়েছে, কারাগারের চিকিৎসা বোর্ডের পরামর্শে শনিবার বিকালে তাকে ন্যাশনাল হাসপাতালে (কলম্বোর প্রধান সরকারি হাসপাতাল) স্থানান্তর করা হয়।’