রবিবার ২৪ আগস্ট ২০২৫ ৯ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম:


রিমান্ডের পর শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহ আইসিউতে স্থানান্তর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৮:৪১ PM

আদালতের নির্দেশে রিমান্ডে থাকা শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহকে শনিবার বিকালে কলম্বোর ম্যাগাজিন কারাগার থেকে ন্যাশনাল হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি আছেন বলে জানিয়েছে দ্য মিরর। 

কলম্বো ন্যাশনাল হাসপাতালের উপপরিচালক ডা. রুকশন বেল্লানা জানান, চিকিৎসকেরা তার শারীরিক অবস্থার কারণে জরুরি চিকিৎসা ইউনিট থেকে আইসিইউতে স্থানান্তরের পরামর্শ দেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বিক্রমাসিংহের শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে আইসিইউতে নেওয়া হয়েছে।

এর আগে শনিবার একাধিক স্বাস্থ্য জটিলতার কারণে আদালতের নির্দেশে রিমান্ডে নেওয়ার পর তাকে কারাগারের হাসপাতালেই ভর্তি করা হয়েছিল। ন্যাশনাল হাসপাতালে তার প্রাথমিক স্বাস্থ্য অবস্থা যাচাইয়ের পর বিশেষায়িত চিকিৎসার প্রয়োজনীয়তা ধরা পড়ে বলে চিকিৎসকরা জানান। কারাগারের হাসপাতালে এ ধরনের চিকিৎসা সম্ভব না থাকায় আইসিউতে পাঠানো হয়।

হাসপাতালে নেওয়ার আগেরদিন সরকারি অর্থের অপব্যবহারের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

৭৬ বছর বয়সী বিক্রমাসিংহকে জামিন দিতে অস্বীকৃতি জানায় কলম্বো ম্যাজিস্ট্রেট আদালত। অভিযোগে বলা হয়েছে, তিনি রাষ্ট্রীয় অর্থ প্রায় ১৬ দশমিক ৬ মিলিয়ন শ্রীলঙ্কান রুপি (প্রায় ৫৫ হাজার মার্কিন ডলার) ব্যক্তিগত ভ্রমণের জন্য ব্যবহার করেন। ২০২৩ সালে রাষ্ট্রপতি থাকা অবস্থায় তিনি যুক্তরাজ্য সফরে তা ব্যয় করেন।

উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসজনিত সমস্যার কারণে চিকিৎসার প্রয়োজন দেখা দিলে তাকে প্রথমে কারাগারের হাসপাতালেই রাখা হয়।

কারাগার বিভাগের মুখপাত্র জগত বিরাসিংহের বরাতে দ্য হিন্দু জানিয়েছে, কারাগারের চিকিৎসা বোর্ডের পরামর্শে শনিবার বিকালে তাকে ন্যাশনাল হাসপাতালে (কলম্বোর প্রধান সরকারি হাসপাতাল) স্থানান্তর করা হয়।’







আরও খবর


 সর্বশেষ সংবাদ

রিমান্ডের পর শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহ আইসিউতে স্থানান্তর
খালেদা জিয়ার খোঁজ নিতে ফিরোজায় যাবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
মালদ্বীপের কনে মাইসা ও বাংলাদেশি বর মাহিদের বিবাহ বন্ধনে দুই দেশের সম্পর্কের সুদৃঢ় চিহ্ন
ভোটকেন্দ্রে সাড়ে ৬ লক্ষ আনসার সদস্য মোতায়েন থাকবে: মহাপরিচালক
লক্ষ্মীপুরের টুমচর ও বশিকপুর ইউনিয়ন জনগণের পাল্টাপাল্টি মানববন্ধন
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিল বিভাগের রায় আগামী ৪ সেপ্টেম্বর
সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, যা বলছে পুলিশ
উপদেষ্টা পরিষদের এনবিআর বিলুপ্ত করে দুটি পৃথক বিভাগ তৈরির অধ্যাদেশ পাস
জাতিসংঘের প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ ঘোষণার নির্দেশ হাইকোর্টের
মেলবোর্ন স্টারসের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ ‘এ’ দল
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com