রবিবার ২৪ আগস্ট ২০২৫ ৯ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম:


লক্ষ্মীপুরের টুমচর ও বশিকপুর ইউনিয়ন জনগণের পাল্টাপাল্টি মানববন্ধন
মো.আরিফ হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৭:২৯ PM

টুমচর ও বশিকপুর ইউনিয়নকে লক্ষ্মীপুর-২ সংসদীয় আসনে রাখা না রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকালে জেলা প্রেসক্লাবের সামনে পাল্টাপাল্টি এ কর্মসূচি পালন করা হয়।

লক্ষ্মীপুর-২ সংসদীয় নয় লক্ষ্মীপুর-৩ আসনে অন্তর্ভুক্ত থাকার দাবিতে সকাল ১১ টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। ২১ নং টুমচর ইউনিয়ন সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ, নোয়াখালীর এখলাসপুর ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাহবুবুল নবী আরজু, সবুজ বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শাহীন আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহবায়ক এম ফারভেজ, আন্দোলন বাস্তবায়ন কমিটির সভাপতি সৈয়দ ফাহাদ আমিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

এসময় বক্তারা বলেন, টুমচর ইউনিয়নের ভৌগলিক অবস্থান ও দৈনন্দিন কার্যক্রম সদর উপজেলার সাথে সম্পৃক্ত। অথচ এটি লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের অন্তর্ভুক্ত থাকায় প্রশাসনিক ও উন্নয়ন কার্যক্রমে নানা জটিলতার সম্মুখীন হতে হচ্ছে।  
তারা আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নের স্বার্থে ইউনিয়নটি সদর আসনের সঙ্গে যুক্ত হওয়া জরুরি। এই দাবি দীর্ঘদিনের হলেও এখনও বাস্তবায়ন হয়নি। তাই দ্রুত এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তারা।

এদিকে একই দিন বেলা ১২ টায় লক্ষ্মীপুর-৩ আসন নয় পূর্বের ন্যায় লক্ষ্মীপুর-২ আসনে রাখার দাবিতে টুমচর ও বশিকপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ ব্যানারে মানববন্ধনটি করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট হাসিবুর রহমান, সদর উপজেলা পশ্চিম বিএনপির যুগ্ম আহ্বায়ক রাব্বি এলাহি জহির, সাইদুর রহমান চৌধুরী ভুট্টো, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেল, বিএনপি নেতা ফখরুল ইসলাম, মো. মানিক,  যুবদল নেতা মোক্তার হোসেন সহ শতাধিক নেতাকর্মীরা। 

বক্তারা বলেন, বশিকপুর ও টুমচর ইউনিয়ন লক্ষ্মীপুর-২ আসনের অন্তর্ভুক্ত ছিল। বিগত সময় এই দুইটি ইউনিয়নের অনেক উন্নয়ন হয়েছে। বৈষম্য বা বঞ্চিত'র অযুহাত তুলে যারা, লক্ষ্মীপুর-৩ আসনে অন্তর্ভুক্ত হতে আবেদন করেছেন। এখন মানববন্ধন ও আন্দোলন করছেন। আসলে তারা লক্ষ্মীপুর-২ আসনে অন্তর্ভুক্ত হতে চায় না। ওনারা নির্বাচনকে বানচাল করতে চায়। ওরা তারা, যারা পিআর পদ্ধতিতে ভোট চায়। নির্বাচনী রোডম্যাপ ঘোষিত ফেব্রুয়ারিতে ভোট চায় না। 
এসময় বক্তারা হুসিয়ারি দিয়ে বলেন, বশিকপুর ও টুমচরকে যদি লক্ষ্মীপুর-২ আসন থেকে বাদ দেওয়া হয়। তাহলে কঠোর আন্দোলন করা হবে। শত-শত নয় হাজার-হাজার নারী-পুরুষ রাস্তায় নামবে। তখন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে। এর দায় প্রশাসন এবং ওইসব চক্রান্তকারীদের নিতে হবে। তাই বলছি, আমরা পূর্বে যে আসনের সঙ্গে ছিলাম। আগামী নির্বাচনেও লক্ষ্মীপুর-২ সংসদীয় আসনে থাকতে চাই। 







আরও খবর


 সর্বশেষ সংবাদ

রিমান্ডের পর শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহ আইসিউতে স্থানান্তর
খালেদা জিয়ার খোঁজ নিতে ফিরোজায় যাবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
মালদ্বীপের কনে মাইসা ও বাংলাদেশি বর মাহিদের বিবাহ বন্ধনে দুই দেশের সম্পর্কের সুদৃঢ় চিহ্ন
ভোটকেন্দ্রে সাড়ে ৬ লক্ষ আনসার সদস্য মোতায়েন থাকবে: মহাপরিচালক
লক্ষ্মীপুরের টুমচর ও বশিকপুর ইউনিয়ন জনগণের পাল্টাপাল্টি মানববন্ধন
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিল বিভাগের রায় আগামী ৪ সেপ্টেম্বর
সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, যা বলছে পুলিশ
উপদেষ্টা পরিষদের এনবিআর বিলুপ্ত করে দুটি পৃথক বিভাগ তৈরির অধ্যাদেশ পাস
জাতিসংঘের প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ ঘোষণার নির্দেশ হাইকোর্টের
মেলবোর্ন স্টারসের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ ‘এ’ দল
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com