বৃহস্পতিবার ২১ আগস্ট ২০২৫ ৬ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম:


জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী রোডম্যাপ নিয়ে বৈঠকে ইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৫:৫১ PM

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের রোডম্যাপ চূড়ান্ত করতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (২১ আগষ্ট) দুপুর আড়াইটার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৈঠক শুরু হয়। চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। তবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আ ম ম নাসির উদ্দিন উপস্থিত ছিলেন না। এদিকে, ইসি সচিব আখতার আহমেদ বর্তমানে প্রবাসীদের ভোটদান কার্যক্রম তদারকি করতে জাপানে রয়েছেন।

এই বিষয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, আমরা কর্মপরিকল্পনা নিয়ে বৈঠক শুরু করেছি। যেহেতু অনেক বিষয় নিয়ে আলোচনা করার আছে, তাই আজই এটি শেষ করা সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে আমাদের রবিবার বা সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

তিনি আরও বলেন, কমিশনার এবং কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর, সামগ্রিক অগ্রগতি প্রধান নির্বাচন কমিশনারকে জানানো হবে। চূড়ান্ত পরিকল্পনা পরে ঘোষণা করা হবে।

প্রধান উপদেষ্টা ইতোমধ্যেই ঘোষণা করেছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে এবং এই বিষয়ে নির্বাচন কমিশনকে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। 

এদিকে, ইসিও ঘোষণা করেছে যে ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। 







আরও খবর


 সর্বশেষ সংবাদ

জাতীয় মৎস্য সপ্তাহে ত্রিশালে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা
সালথায় অফিসার্স ক্লাবের পক্ষ থেকে ইউএনও কে বিদায় সংবর্ধনা
কালিয়াকৈরে আনসার ভিডিপির উদ্যোগ বৃক্ষরোপণ অভিযান
শেরপুর সীমান্তে পাহাড় ও টিলা রক্ষায় ঝিনাইগাতী প্রশাসনের প্রচারণা
ঝিনাইগাতীতে উপবৃত্তির টাকা হাতিয়ে নিলেন সচিব, ইউএনও'র বরাবর অভিযোগ!
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত-১, আহত-৪
সব উপজেলা হাসপাতালে অ্যান্টিভেনম সরবরাহের নির্দেশ
জাতীয় নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭৬৩৭ জন নিয়োগ: স্বরাষ্ট্র উপদেষ্টা
মৌ আমার চেয়ে ভালো মানুষ বলেই সংসারে সমস্যা নেই: জাহিদ হাসান
গাজীপুরে মৎস্যজীবী দলের আলোচনা সভা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com