প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৫:৩৪ PM
মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক স্মরণীয় উৎসবে পরিণত হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের লাইভ কনসার্ট।" সাপ্তাহিক ছুটির দিনে শুক্রবার (৮ই, আগস্ট) ২০২৫, দেশটির হুলোমালের সিনথেটিক গ্র্যাউন্ডে অনুষ্ঠিত এই সংগীত সন্ধ্যায় হাজার হাজার প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় সঙ্গীতপ্রেমীরা ভিড় জমায়। মালদ্বীপের সর্ববৃহৎ টেলিকমিউনিকেশন কোম্পানি ধীরাগু'র আয়োজনে অনুষ্ঠিত এই কনসার্টে আসিফ আকবর তাঁর জনপ্রিয় গানগুলো পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তোলেন। গানপ্রেমীদের উচ্ছ্বাসে আর উল্লাসে সাবাস বাংলাদেশ স্লোগানে ভরে ওঠে কানায় কানায় পূর্ণ হওয়া সিনথেটিক গ্র্যাউন্ড।
আসিফ আকবরের লাইভ কনসার্ট অনুষ্ঠানে বিশেষ চমক হিসেবে ছিল লাকি ড্র ও আকর্ষণীয় অফার ছাড়াও দ্বিরাগু'র পক্ষ থেকে স্বল্প আয়ের প্রবাসীদের জন্য ফ্রী ইন্টারনেট ব্যবহারের জন্য ফুচকাবাইটস প্যাকেজ উদ্বোধন করা হয়। সিনথেটিক গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য কনসার্টটি প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সাংস্কৃতিক মিলনমেলা পরিণত হয়। এমন জমকালো বাংলা সংগীতের আয়োজনে দুইদেশের মানুষের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আরো গভীরতা সৃষ্টি হয়েছে।
দ্বিরাগু'র আয়োজিত লাইভ কনসার্ট শেষে বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মোঃ খলিলুর রহমান নেতৃত্বে ফুলের শুভেচ্ছা জানান জনপ্রিয় সংগীত শিল্পী আসিফ আকবরকে। এই সময় উপস্থিত ছিলেন, মালদ্বীপ বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি মো: নেহের মিয়া রানা, সভাপতি মোঃ আলতাব হোসাইন, মো: বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম প্রমৃখ।
তিনি তখন বলেন, জুলাই বিপ্লবের গণঅভ্যুত্থানের প্রথম শক্তি প্রবাসীদের রেমিটেন্স শাটডাউনের হুমকি। প্রবাসীদের এমন সাহসী ভূমিকায় সেই আন্দোলনে আমাদের ছেলে-মেয়েরা যোগদানের শক্তি পায়। পরিবর্তন হয়ছে দেশের শাসন ব্যবস্থা। রেমিটেন্স যোদ্ধাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে বাংলাদেশের জনগণের হৃদয়ে।
দিরাগু'র আয়োজনে আসিফ আকবরের লাইভ কনসার্টে শুধু প্রবাসীদের জন্য বিনোদনই নয়, বরং ভিনদেশে বাংলাদেশের কণ্ঠসঙ্গীত ও সংস্কৃতির প্রতি গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ বলেও মনে করছেন টেলিকমিউনিকেশন কোম্পানি দীরাগু'র কনজিউমার সেলস অ্যান্ড মার্কেটিং প্রধান,পারিজাত সৌরভ।