প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৭:০৮ PM
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ময়মনসিংহ বিভাগের মধ্যে আবারও প্রথম স্থান অর্জন করে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা লিখেছে গৌরবের নতুন ইতিহাস। এ অসামান্য সাফল্যে পুরো উপজেলাজুড়ে এখন আনন্দ-উচ্ছ্বাস ও অভিনন্দনের জোয়ার।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেলের দূরদর্শী নেতৃত্ব, সংশ্লিষ্ট দপ্তরের নিবেদিত কর্মপ্রচেষ্টা এবং সর্বসাধারণের সচেতন অংশগ্রহণে এ অর্জন সম্ভব হয়েছে বলে মনে করছেন সবাই।
এ প্রসঙ্গে ইউএনও মো. আশরাফুল আলম রাসেল বলেন, “এটি শুধুমাত্র আমার ব্যক্তিগত সাফল্য নয়; বরং ঝিনাইগাতী উপজেলাবাসীর সম্মিলিত প্রয়াসের ফল। জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবায় সবার সহযোগিতা ও আন্তরিকতা না থাকলে এই সাফল্য সম্ভব হতো না। আমি বিশ্বাস করি, এই ধারা অব্যাহত রেখে আমরা আরও অনেক ক্ষেত্রে শীর্ষস্থান অর্জন করব।”
উপজেলার সর্বস্তরের মানুষ এই সাফল্যে গর্বিত ও অনুপ্রাণিত। সামাজিক যোগাযোগমাধ্যমে ইউএনও ও সংশ্লিষ্ট কর্মীদের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বয়ে যাচ্ছে প্রশংসার বন্যা।