বুধবার ১৩ আগস্ট ২০২৫ ২৯ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


মেসিকে ছাড়া মায়ামির বড় হার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ১১:৪৫ AM

ইন্টার মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো আগেই জানিয়েছিলেন, লিওনেল মেসি খেলবেন না। অরল্যান্ডোর বিপক্ষে ম্যাচের জন্য দলের সফরসঙ্গীও হননি এই আর্জেন্টাইন তারকা। তাকে ছাড়া আগের ম্যাচ জিতলেও এবার আর পারেনি মায়ামি। অরল্যান্ডোর কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরেছে তারা।

এই ম্যাচে অরল্যান্ডোর হয়ে জোড়া গোল করেছেন লুইস মুরিয়েল, একটি করে মার্টিন ওজেদা ও মার্কো প্যাসালিচ। ইন্টার মায়ামির গোলটি ইয়ানিক ব্রাইটের। এই জয়ে পয়েন্ট টেবিলে ইন্টার মায়ামিকে পেছনে ফেলে অরল্যান্ডো। ২৬ ম্যাচ শেষে ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে তারা। ২৩ ম্যাচ খেলা মায়ামি ৪২ পয়েন্ট নিয়ে আছে ৬ নম্বরে।

মেসি ইনজুরিতে পড়েছিলেন গত ৩ আগস্ট নিকাক্সার বিপক্ষে লিগস কাপের ম্যাচে। চেজ স্টেডিয়ামে ড্রিবলিং করে বল নিয়ে বক্সে ঢুকতে গেলে রাউল সানচেজ ও আলেক্সিস পেনার সঙ্গে সংঘর্ষ হয় তার। পড়ে গিয়ে যন্ত্রণাকাতর মেসির চেহারায় হতাশার ছাপ ছিল স্পষ্ট। মায়ামির এই অধিনায়ক একটু পরে উঠে দাঁড়িয়ে কয়েক মিনিট হাঁটার চেষ্টা করেন। কিন্তু অস্বস্তির কারণে চিকিৎসকদের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য হন।

বাকি সময় সেরা তারকাকে ছাড়াই খেলতে হয়েছে মায়ামিকে। ইনজুরির কারণে পুমাসের বিপক্ষে ম্যাচও মিস করেন মেসি। সেই ম্যাচে ৩-১ গোলে জিতেছিল ফ্লোরিডার দলটি। কিন্তু এবার পারেনি। ইন্টার এন্ড কো স্টেডিয়ামে ২ মিনিটেই লিড নেয় অরল্যান্ডো। সমতায় ফিরতে বেশিক্ষণ লাগেনি মায়ামির তিন মিনিট পরই ব্রাইটের গোলে ব্যবধান ১-১ হয়। 

দ্বিতীয়ার্ধ পর্যন্তই এটাই ছিল ম্যাচের গোললাইন। কিন্তু দ্বিতীয়ার্ধে হার জোটে মায়ামির। বিরতি থেকে ফিরে মায়ামি প্রথম গোলটি হজম করে ৫০ মিনিটে, মুরিয়েলের পূর্ণ হয় জোড়া গোল। এরপর ওজেদার ৫৮ মিনিটে ও প্যাসালিচের ৮৮ মিনিটের গোলে স্বস্তির জয় পায় অরল্যান্ডো।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

তরুণদের সামরিক প্রশিক্ষণ দিয়ে গণপ্রতিরক্ষায় যুক্ত করতে হবে: নাহিদ ইসলাম
ধানের শীষে ভোট দিয়ে দেশ গড়ার সুযোগ দিন: তারেক রহমান
উপদেষ্টাদের দুর্নীতিতে সম্পৃক্ততা প্রমাণিত হলে ছাড় নেই: দুদক চেয়ারম্যান
ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
নানা আয়োজনে কুড়িগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

উজ্জ্বল-নয়নকে উপদেষ্টা করে অনুরাগ’র পথচলা
গাজীপুরে ব্যারিস্টারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৩
মিথ্যা তথ্যে ‘জিরো রিটার্ন’ দিলে ৫ বছরের জেল
দেশের জনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তারেক রহমান
ইনশাআল্লাহ শিগগিরই দেশের জনগণের সঙ্গে সরাসরি দেখা হবে: তারেক রহমান
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com