প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ৫:১৭ PM
ফ্রান্সের প্যারিসে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ‘জুলাই বিয়ন্ড বর্ডার’ প্রদর্শনী হয়েছে।
প্যারিসের টাউন হল মিলনায়তনে বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের আয়োজনে অনুষ্ঠিত এ আয়োজনে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশ নেন।
মঙ্গলবার আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা।প্রদর্শনীতে ২০২৪ সালের ছাত্র-জনতার রক্তাক্ত গণজাগরণের স্মৃতি ও প্রেক্ষাপট চিত্রায়িত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম. এ. তাহের, কমিউনিটি ব্যক্তিত্ব ইমরান আহমদ এবং এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ফ্রান্সের আহবায়ক চৌধুরী মোহাম্মদ ইফতেশাম।
এসময় উপস্থিত ছিলেন দুতাবাসের ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা, দূতাবাসের মিশন উপপ্রধান কাজী এহসানুল হক, দ্বিতীয় সচিব কে এফ এম শারহাদ শাকিল।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে পাঠানো বিশেষ বাণী পড়ে শোনানো হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন দূতাবাসের প্রথম সচিব ওয়ালিদ বিন কাশেম।