বৃহস্পতিবার ১৪ আগস্ট ২০২৫ ৩০ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


এনসিপি নেতাদের নিয়ে বক্তব্য প্রত্যাহারে ফজলুর রহমানকে ২৪ ঘণ্টার আলটিমেটাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৭:০৫ PM

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ অন্য কেন্দ্রীয় নেতাদের গালিগালাজ করায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন কিশোরগঞ্জের বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতারা। 

এমনকি বিএনপি ক্ষমতায় গেলে তাদেরকে পুলিশ হত্যা মামলাসহ বিভিন্ন ধরনের ‘আওয়ামী ন্যারেটিভ’ মামলায় ফাঁসানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

বুধবার দুপুরে কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরিতে মিলনায়তনে সংবাদ সম্মেলনে তারা এমন আশঙ্কা ব্যক্ত করেন। 

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, আন্দোলনের এক বছরের মাথায় বিপ্লবীদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। তারা এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাদের দাবি, কোনো ধরনের মিথ্যা মামলা দিয়ে বিপ্লবীদের দমানো যাবে না।

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক আহ্বায়ক ইকরাম হোসেন, সদস্য সচিব মো. ফয়সাল প্রিন্স এবং যুগ্ম আহ্বায়ক রাতুল নাহিদ ভূঁইয়া প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- ইয়াজ ইবনে জসিম, শামসুর রহমান, আরিফুল ইসলাম রাফি, তামিম ইকবাল, দেলোয়ার নেওয়াজ ভূঁইয়া, নুহা, রওজা, মাইশা এবং ওয়ারিয়রস অব জুলাই মুখপাত্রের মানস সরকার উৎস।

সংবাদ সম্মেলন থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, গত রোববার একটি অনুষ্ঠানে ফজলুর রহমান নাহিদ ইসলামসহ এনসিপির অন্য কেন্দ্রীয় নেতাদের গালিগালাজ করেছেন।

বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা বলেন, ফজলুর রহমান একজন মুক্তিযোদ্ধা; তাই তার প্রতি সম্মান জানিয়ে আমরা তাকে ২৪ ঘণ্টা সময় দিয়েছি বক্তব্য প্রত্যাহারের জন্য। যদি ফজলুর রহমান তার বক্তব্য প্রত্যাহার না করে নেন, তাহলে তাকে কিশোরগঞ্জের ছাত্র-জনতা অবাঞ্ছিত ঘোষণা করবে এবং কঠোর আন্দোলন শুরু হবে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
সাবেক তিন গভর্নর ও ছয় ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ
অন্তর্বর্তী সরকার এত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করতে পারবে না: শিক্ষা উপদেষ্টা
এনসিপি নেতাদের নিয়ে বক্তব্য প্রত্যাহারে ফজলুর রহমানকে ২৪ ঘণ্টার আলটিমেটাম
দ্বিতীয় দিনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১৩ প্রার্থী
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

১২০ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল
জাতিসংঘের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ড. ইউনূসের বৈঠক
দেশের জনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তারেক রহমান
যুক্তরাষ্ট্র থেকে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যায়ে কেনা হচ্ছে দুই জাহাজ
পাটপণ্যে ভারতের নিষেধাজ্ঞা রপ্তানিতে তেমন প্রভাব ফেলবে না: বাণিজ্য উপদেষ্টা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com