সোমবার ৪ আগস্ট ২০২৫ ২০ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক, শিক্ষা ব্যবস্থার ইসলামিকরণসহ বেশ কিছু দাবি জামায়াতের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৫:১২ PM

শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল (সি আর) আবরারের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের একটি প্রতিনিধি দল। সোমবার (৪ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দেশের শিক্ষা ব্যবস্থার সংস্কার ও ইসলামিকরণের লক্ষ্যে বেশ কয়েকটি দাবি উপস্থাপন করেছে দলটি।

প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া হয়েছিল। অনৈতিক ও ইসলামবিরোধী শিক্ষানীতি যুব সমাজ ও জাতির ভবিষ্যতকে হুমকির মুখে ফেলেছিল। আমরা এসব বিষয়ে ঘণ্টাখানেক ধরে শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছি, যা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের প্রথম দাবি ছিল দেশের শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের জাতীয়করণ। কারণ, জাতি গঠনের মেরুদণ্ড যদি শিক্ষা হয়, তবে শিক্ষার মেরুদণ্ড হলেন শিক্ষকরা। শিক্ষকরা যদি দুর্বল থাকেন, তাহলে জাতিও গঠিত হতে পারে না।

অধ্যাপক মজিবুর রহমান বলেন, শিক্ষা উপদেষ্টা এ দাবিকে গুরুত্ব দিয়ে শুনেছেন এবং জানান যে বিষয়টি ইতোমধ্যে আলোচনায় রয়েছে, ভবিষ্যতেও এটা নিয়ে আরও আলোচনা করা হবে।

দলের পক্ষ থেকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ দাবি ছিল, নন-এমপিও শিক্ষকদের দ্রুত এমপিওভুক্ত করা। তিনি বলেন, বিগত ১৭ বছরে রাজনৈতিক কারণে যেসব শিক্ষক বঞ্চিত হয়েছেন, তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে। অবসরে যাওয়া শিক্ষকদের অবসর ভাতাও দ্রুত সময়ের মধ্যে দেওয়ার ব্যবস্থা করতে হবে। স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদেরও এমপিওভুক্ত করার দাবি জানানো হয় বৈঠকে। 

এছাড়াও, সিলেবাস প্রণয়নের বিষয়ে একটি প্রস্তাব উত্থাপন করা হয়, যেখানে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিনিধি নিয়ে একটি কমিটি গঠন করে জনগণের প্রত্যাশা অনুযায়ী সিলেবাস প্রণয়নের আহ্বান জানানো হয়।

অধ্যাপক মজিবুর রহমান বলেন, বিষয়টি তারা মন দিয়ে শুনেছেন এবং আগামীতে দেখবেন বলে জানিয়েছেন। আমরা আশাবাদী, আমাদের এই কথার মাধ্যমে গোটা দেশ ও জাতির প্রতিফলন হবে। আগামী দিনের বাংলাদেশ একটি সুন্দর রাষ্ট্রে পরিণত হবে এবং শিক্ষা ব্যবস্থা ইসলামিকরণের মাধ্যমে যাতে দেশে ঈমান আকিদা অনুযায়ী শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে। সৎ এবং আলোকিত মানুষ গড়ার যে শিক্ষা ব্যবস্থা এ ব্যবস্থা প্রণয়নের জন্য আমরা বলেছি। তারা দেখবেন বলে কথা দিয়েছেন। সুবিবেচনা করা হবে। 

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ৃ







আরও খবর


 সর্বশেষ সংবাদ

জুলাই সনদ-ডিক্লারেশনে চিকিৎসকদের বীরত্বগাথা তুলে ধরার আহ্বান: গোলাম পরওয়ার
জুলাই আন্দোলনে নিহত ১১৪ অজ্ঞাতনামার লাশ উত্তোলনের নির্দেশ
শেখ হাসিনাসহ তার দোসরদের অবৈধ সম্পদের হিসেব নিতে হবে: খায়ের ভূঁইয়া
শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ
যানজট নিরসনে নিরলস প্রচেষ্টা, বদলে যাচ্ছে কুড়িগ্রামের সড়ক চিত্র
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

৩২ ঘণ্টা পর শাহবাগ মোড় থেকে অবরোধকারীদের সরাল পুলিশ
৫ আগস্ট সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন: প্রেস উইং
পুলিশের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
যুক্তরাষ্ট্রের কাঁচামাল ব্যবহারে রপ্তানিতে শুল্ক ছাড় পাব: বিজিএমইএ সভাপতি
রোববার ছাত্রদল ও এনসিপির সমাবেশ ঘিরে শাহবাগ এলাকায় যানচলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com