সোমবার ৪ আগস্ট ২০২৫ ২০ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


জুলাই সনদ-ডিক্লারেশনে চিকিৎসকদের বীরত্বগাথা তুলে ধরার আহ্বান: গোলাম পরওয়ার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৭:৪৫ PM

জুলাই বিপ্লবে আহতদের সেবায় চিকিৎসকদের নির্ভীক ভূমিকার যথাযথ স্বীকৃতি দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, বিলম্ব না করে জুলাই সনদ, জুলাই ডিক্লারেশন ও জুলাই চার্টারে চিকিৎসকদের অবদান অন্তর্ভুক্ত করতে হবে। এটি এখন সময়ের দাবি। ইতিহাসকে অসম্পূর্ণ রাখা যাবে না।

সোমবার (৪ আগস্ট) বিকেলে শাহবাগের শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) আয়োজিত চিকিৎসক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা তখন কারাগারে বন্দি। সেখান থেকেও আমরা আন্দোলনের উত্তাল ঢেউ অনুভব করেছি। প্রতিদিন খবর পেতাম, এই বাংলাদেশ অগ্নিগর্ভ হয়ে উঠেছে। কোটি কোটি মানুষ রাস্তায়, জনতার সেই জাগরণ আমাদের প্রেরণা দিয়েছে। মনে হয়েছিল, ফ্যাসিস্ট হাসিনার পতন এখন সময়ের ব্যাপার মাত্র।

মিয়া গোলাম পরওয়ার বিশেষভাবে এনডিএফ (ন্যাশনাল ডক্টরস ফোরাম) এর নেতাকর্মীদের ভূয়সী প্রশংসা করে বলেন, জুলাই বিপ্লবে আহতদের সেবায় চিকিৎসকদের যেভাবে দায়িত্ব পালন করতে দেখেছি, তাতে আমরা কৃতজ্ঞ। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নির্যাতিত মানুষের পাশে দাঁড়ায়, তারাই জাতির প্রকৃত অভিভাবক। 

তিনি আরো বলেন, এনডিএফের ভূমিকা শুধু চিকিৎসা নয়, এটা এক ধরনের বিপ্লব। আমি অনুরোধ করবো, এই অসাধারণ ত্যাগ আর আবেগময় স্মৃতিকে সংরক্ষণের জন্য একটি স্মরণিকা প্রকাশ করুন। আগামী তিন মাসের মধ্যে এটি প্রকাশ করা সম্ভব বলেই আমি মনে করি। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমরা সব ধরনের সহযোগিতায় পাশে থাকবো।

এ সময় তিনি অভিযোগ করেন, চিকিৎসকদের মধ্যে একটি পক্ষ তখন রাজনৈতিক আনুগত্যের কারণে আহতদের চিকিৎসা দিতে বাধা দিয়েছে। তারা মানবতা আর পেশাদারিত্বের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আজও তারা বিচারের আওতায় আসেনি। এদের চিহ্নিত করে ব্ল্যাকলিস্ট করা উচিত। এনডিএফকে এই বিষয়ে সচ্চার হতে হবে।

চিকিৎসকদের সংগঠিত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, জামায়াতে ইসলামীর জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিয়ে এনডিএফকে হতে হবে বাংলাদেশের প্রকৃত নেতৃত্বশীল চিকিৎসক সংগঠন। যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে, তারাই হতে পারে আগামী দিনের পথপ্রদর্শক।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, যদি সাহস, ত্যাগ আর বিশ্বাসের এই ধারা অব্যাহত থাকে, তাহলে আগামীতে এনডিএফ বাংলাদেশের চিকিৎসকদের পক্ষে সবচেয়ে প্রতিনিধিত্বশীল শক্তি হয়ে উঠবে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

শহীদ মাহবুব আলমের প্রথম শাহাদাত বার্ষিকী পালিত: কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও গুণীজন সম্মাননা
এক-এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে: উপদেষ্টা মাহফুজ
৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবসে সংবাদপত্রে ছুটি ঘোষণা নোয়াবের
এনসিপিই হচ্ছে কিংস পার্টি: টিআইবির প্রধান
ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে যে সকল ব্যায়াম
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

৫ আগস্ট সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন: প্রেস উইং
পুলিশের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
যুক্তরাষ্ট্রের কাঁচামাল ব্যবহারে রপ্তানিতে শুল্ক ছাড় পাব: বিজিএমইএ সভাপতি
রোববার ছাত্রদল ও এনসিপির সমাবেশ ঘিরে শাহবাগ এলাকায় যানচলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ
এইচএসসি-বিসিএস পরীক্ষার্থীদের রবিবার অতিরিক্ত সময় নিয়ে বের হওয়ার আহ্বান ডিএমপির
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com