প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৫:৪৬ PM
জুলাই বিপ্লবের সঙ্গে সংহতি জানানোর কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এখনো যেসব প্রবাসী কারাবন্দি রয়েছেন তাদের মুক্ত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
সোমবার (৪ আগস্ট) সংযুক্ত আরব আমিরাতে কারাবন্দি প্রবাসীদের মুক্তির দাবিতে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
এনসিপির এ নেতা বলেন, মধ্যপ্রাচ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া না থাকার কারণে আন্দোলন, সংগ্রাম নিষিদ্ধ। বাঙালি যেহেতু সাহসী জাতি তাই তারা চুপ করে থাকতে পারেনি। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে অনেককে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, যখন কোনো দাবিতে যমুনার সামনে যাওয়া হয়, মন্ত্রণালয় ব্লক করে দেওয়া হয়, তখন সরকার সেটিকে সিরিয়াসলি নেয়। কিন্তু গণমাধ্যমে প্রচার করলে সেটিকে গুরুত্ব সহকারে নেওয়া হয় না। আমরা নতুন বাংলাদেশে কারাবন্দি প্রবাসীদের মুক্ত করে পথচলা শুরু করতে চাই।
নাসীরুদ্দীন বলেন, কূটনৈতিক মহল প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে ভালোভাবে বিষয়টি অবহিত করছে না। সরকারকে আহ্বান জানাই, দ্রুত সময়ের মধ্যে সেসব দেশের সরকার প্রধানের সঙ্গে যোগাযোগ করে তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন।