শিরোনাম: |
সেপ্টেম্বরে বাংলাদেশ ফুটবলে দুটি প্রতিযোগিতা আছে। ৩-৯ সেপ্টেম্বর ভিয়েতনামে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই পর্বে খেলবে বাংলাদেশ। ৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে দুটি প্রীতি ফুটবল ম্যাচ আছে জাতীয় দলের। অনূর্ধ্ব-২৩ এবং জাতীয় দলের খেলা একই সময়ে হওয়ায় জাতীয় দলের ফুটবলাররা কে কোন ম্যাচে খেলবেন, তা নিয়ে চলছে আলোচনা।
তবে বাফুফের একটি সূত্রের মাধ্যমে জানা গেছে, জাতীয় দলের তারকা মিডফিল্ডার শেখ মোরসালিন, ফরোয়ার্ড আল আমিন হোসেনকে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের দলে রাখা হয়েছে। তাদের সঙ্গে গোলরক্ষক মেহেদি হাসান শ্রাবণও খেলবেন এ প্রতিযোগিতায়।
বর্তমানে ১৯ ফুটবলার নিয়ে এএফসি এশিয়ান কাপের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। গত জুনে ট্রায়ালে ভালো করা আমেরিকান প্রবাসী জায়ান আহমেদ আছেন এ দলে। ২৯ সদস্যের স্কোয়াডে দেখা যাবে আরেক প্রবাসীকে। ইংল্যান্ড প্রবাসী মিডফিল্ডার তানিল সালিক, যিনি ট্রায়াল দেননি। কিছুদিনের মধ্যেই অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্পে তানিল যোগ দিবেন বলে জানিয়েছে বাফুফের ওই সূত্র।
এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফের পর বসুন্ধরা কিংস এবং ঢাকা আবাহনীর ফুটবলারদের মধ্য থেকে ১০ ফুটবলার যোগ দিবেন অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্পে। বাফুফে এএফসি এশিয়ান কাপকে গুরুত্ব দিচ্ছে। যে কারণে শেখ মোরসালিন, আল আমিনদের সঙ্গে বেশ কয়েকজন বড় মাপের ফুটবলারকে ২৯ সদস্যের স্কোয়াডে রাখছে। গোলরক্ষক মেহেদি হাসান শ্রাবণ, ডিফেন্ডার সাব্বির হোসেন, রিমন হোসেন, জাহিদ হোসেন, মিডফিল্ডার মাহবুবুর রহমান জনি, মোহসিন আহমেদ, ফরোয়ার্ড মিরাজুল ইসলামকে দেখা যাবে ক্যাম্পে। তাদের সঙ্গে ইতালিয়ান প্রবাসী ফাহমিদুল ইসলাম, ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেলকে নিয়ে বলা যায় শক্তিশালী একটা দল গঠন করবেন কোচ সাইফুল বারী টিটু।
সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ফুটবল ম্যাচের জন্য ১৩ আগস্ট বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার কথা। ছুটি কাটিয়ে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার ফেরার কথা ১১ আগস্ট।