শনিবার ২ আগস্ট ২০২৫ ১৮ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


মাইলস্টোনে আহতদের চিকিৎসায় রাতে ঢাকায় আসছে সিঙ্গাপুরের চিকিৎসক দল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৬:২১ PM

উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহতদের উন্নত চিকিৎসা জন্য সিঙ্গাপুর থেকে চিকিৎসক দল আনা হচ্ছে। 

মঙ্গলবার (২২ জুলাই) রাতে তারা ঢাকায় এসে পৌঁছাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। এদিন দুপুরে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে হতাহতদের বিষয়ে হালনাগাদ তথ্য জানাতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।

অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, রাত সাড়ে ১০টায় সিঙ্গাপুরের একজন বিশেষজ্ঞ চিকিৎসক ও দুই জন নার্স ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে। আহতদের উন্নত চিকিৎসায় সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার মাইলস্টোন স্কুলের আহতদের উন্নত চিকিৎসার জন্য পর্যাপ্ত সব প্রস্তুতির নির্দেশ দিয়েছে। এরই অংশ হিসেবে আমরা সিঙ্গাপুরের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করেছি। তাদের প্রথম চিকিৎসক দল আজ (মঙ্গলবার) রাতে ঢাকায় এসে পৌঁছাবে। সিঙ্গাপুরের চিকিৎসক দল বিভিন্ন হাসপাতালে আহতদের পর্যবেক্ষণ করবেন। তারপরে তারা সিদ্ধান্ত দেবেন—কতোজনের উন্নত চিকিৎসার প্রয়োজন হতে পারে।

তিনি আরও জানান, সিঙ্গাপুরের চিকিৎসকদের পরামর্শক্রমে যে কয়জনকে দরকার হয় সবাইকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করবে সরকার।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, দুর্ঘটনার পরেই প্রধান উপদেষ্টার দফতর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে স্বাস্থ্য অধিদফতরের ডাক্তারদের সমন্বয়ে মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। মেডিক্যাল টিমের সদস্যরা প্রতিটি হাসপাতালে আহতদের খোঁজ-খবর নিচ্ছেন এবং তাদের উন্নত চিকিৎসার জন্য তৎপর রয়েছেন। 

আবু জাফর বলেন, যেকোনও মূল্যে আহতদের উন্নত চিকিৎসার জন্য সরকারের ওপর মহলের নির্দেশনা রয়েছে। স্বাস্থ্য অধিদফতর সেই নির্দেশনা মতে সব প্রস্তুতি শেষ করে রেখেছে। 







আরও খবর


 সর্বশেষ সংবাদ

পুলিশের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
রায়েরবাজার গণকবর থেকে ১১৪ জুলাই শহীদের মরদেহ তোলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
সাফল্য-ব্যর্থতা নির্ভর করবে আমাদের বাণিজ্যিক সক্ষমতার ওপর: বাণিজ্য উপদেষ্টা
জুলাই যোদ্ধাদের মারামারি আমাদের ব্যথিত করে; যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
রাষ্ট্রদূত মোঃ মাসুদুর রহমানের সাথে স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ডিরেক্টর মনোয়ার হোসেন মনু সৌজন্য সাক্ষাৎ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

মব সৃষ্টি করে ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট
সালথায় শ্রেষ্ট শিক্ষার্থী ও জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও সনদ প্রদান
খিলগাঁও মডেল কলেজে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে পুরস্কার বিতরণ ও ডকুমেন্টারি প্রদর্শন
পর্যটনই হতে পারে জাতীয় আয়ের বিশাল খাত
সোনারগাঁয়ে রাজনৈতিক বিরোধে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ, সংবাদ সম্মেলনে আওয়ামী লীগপন্থীদের দায়ী করলেন মা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com