রবিবার ২০ জুলাই ২০২৫ ৫ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


ধূমপানমুক্ত প্রজন্ম তৈরি করতে চায় যুক্তরাজ্য
ডয়চে ভেলে
প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৬:৫০ PM

ব্রিটিশ সাংসদেরা সম্প্রতি বিশ্বের সবচেয়ে কঠোর ধূমপান বিরোধী আইনগুলোর মধ্যে একটির অনুমোদন দিয়েছে। আইনটি এখন হাউস অফ লর্ডসে আছে।

সেখানে আইনটি পাস হলে ২০২৭ সাল থেকে এটি কার্যকর হবে। তখন ২০০৯ বা তার পরে জন্মগ্রহণকারী কোনো ব্যক্তির কাছে তামাকজাত পণ্য বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ বলে বিবেচিত হবে।

কিশোর বয়সে ধূমপান শুরু করেছিলেন গ্যারি। এখন মাত্র ৪০ বছর বয়সে হার্ট অ্যাটাকের পর তাকে হার্ট বাইপাস সার্জারির প্রস্তুতি নিতে হচ্ছে। ছোটবেলা থেকে ধূমপান এর কারণ বলে ধারণা করা হচ্ছে। মনে করেছিলাম, আমার কিছু হবে না। কিন্তু না..., বলেন তিনি।

গ্যারি তার দুই চোখের দৃষ্টিশক্তিও কিছুটা হারিয়ে ফেলেছেন। ধূমপান তার জীবন নাটকীয়ভাবে বদলে দিয়েছে, বলছেন তিনি।

গ্যারি বলেন, জীবনের অনেকটা সময় আমি ভেবেছি, আমার কিছু হবে না। আমি ঠিক থাকবো। যারা ধূমপানকে খারাপ মনে করতো তাদের নিয়ে হাসতাম। কিন্তু এখন অসুস্থ হওয়ার পর বুঝতে পারছি, আমি ভুল ছিলাম। এটা সত্যিই একটা ভয়ের বিষয়। সত্যি।

গ্যারির মতো গল্প রোধ করতে চায় লন্ডন সরকার। তাই তারা আইনটি পাসের চেষ্টা করছে। জনস্বাস্থ্য নিয়ে কাজ করা সংস্থা অ্যাশ দীর্ঘদিন ধরে এমন আইনের কথা বলে আসছে।

অ্যাশ এর প্রধান নির্বাহী হ্যাজেল চিজম্যান বলেন, যুক্তরাজ্য সরকার ধারণা করেছে, ২০৪০-এর দশকের কোনো এক সময়ে ১৪ থেকে ৩০ বছর বয়সীদের মধ্যে ধূমপানের হার কার্যকর ভাবে শূন্যে নেমে আসবে। এক প্রজন্ম পর আপনি দেখতে পাবেন, তামাক ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে। ব্রিটিশ সমাজের জন্য এটি সত্যিই এক রূপান্তরকারী মুহূর্ত।

লন্ডনের এক যুব ক্লাবের সদস্য, যাদের উপর এর প্রভাব পড়বে, তারা এটি সমর্থন করছে। আলফ্রেডের বয়স ১৪ বছর। সে কখনও আইনত তামাকজাত পণ্য কিনতে পারবে না। সে এটিকে সম্মানের প্রতীক বলে মনে করছে।

আলফ্রেড বলছে, এর অংশ হতে পারলে খুব ভালো হবে... আমি কখনও ধূমপান করব না বলে প্রতিশ্রুতি দিয়েছিলাম, কারণ, আমার মা এবং ভাই কিছুদিন পরপর অনেক কাশি দেন, কারণ, তারা ধূমপান করেছেন। তাই আমি কখনও এটা না করার কথা ভাবছি।

আলফ্রেড আর তার বন্ধুরা বলছে, তারা কখনও ধূমপান করেনি। সাম্প্রতিক বছরগুলোতে তাদের প্রজন্মের মধ্যে ধূমপায়ীর সংখ্যা কমেছে। তবে তরুণদের মধ্যে ভ্যাপিং বেড়েছে।

আলফ্রেড বলছে, এর একটি কারণ এর বাজারজাতকরণ পদ্ধতি। অনেক ধরনের ভ্যাপ এবং তার মতো জিনিস আছে। প্রায় পুরোটা সময় সিগারেট একই রকম আছ। কিন্তু ভ্যাপের অনেক ধরনের ফ্ল্যাভার আছে। তাই তারা মাঝেমধ্যে ভিন্ন স্বাদ নেওয়ার চেষ্টা করতে পারে, এবং হয়তো সেটি পছন্দ করতে পারে। তারা হয়তো সবগুলোই পছন্দ করতে পারে...।

নতুন আইনের মাধ্যমে সরকার কোম্পানিগুলোকে তরুণদের কাছে ভ্যাপ মার্কেটিং থেকে বিরত রাখারও পরিকল্পনা করছে। কিন্তু আলফ্রেড মনে করছে, এর পরিধি আরও বাড়ানো উচিত। পরিধি অনেক বাড়াতে হবে। যতটা সম্ভব। তারা সম্ভাব্য যা কিছু করতে পারে, সব নিষিদ্ধ করতে হবে। ধূমপান আর ভ্যাপিং এর সঙ্গে সম্পর্কিত সবকিছু। ধূমপান সম্পর্কিত যেকোনো কিছু, বলছে সে।

হাসপাতালে ফেরা যাক। অস্ত্রোপচারের পর জীবনযাপনের প্রস্তুতি নিচ্ছেন গ্যারি। ধূমপান ত্যাগ করতে সহায়তার জন্য তৈরি সফল এক কর্মসূচির অংশ ছিলেন তিনি। গ্যারি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে বলছি, কেন নিজের জীবনকে বিপন্ন করছো?... আমার বয়স যখন কম ছিল, যখন আমি শুরু করেছিলাম, তখন যদি এটা কম পাওয়া যেত, তাহলে আজ আমি এখানে থাকতাম না।

হাউস অফ কমন্সের এমপিরা আইনটি অনুমোদন করেছেন এবং এটি বর্তমানে হাউস অফ লর্ডসে আছে। আইনটি পাস হলে ব্রিটেন ২০২৭ সাল থেকে তামাক নিয়ন্ত্রণে বিশ্বনেতা হয়ে উঠবে।







প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com