শুক্রবার ১৮ জুলাই ২০২৫ ৩ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


গাজীপুরে বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রতিবাদে ওসির প্রত্যাহার চেয়ে মহাসড়ক অবরোধ
গাজীপুর সদর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ৭:০২ PM

গাজীপুরের জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত  কমকর্তা (ওসি) তৌহিদ আহমেদকে প্রত্যাহারের এবং তদন্ত ছাড়া বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা নেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। 

এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ময়মনসিংহ লেনে দেড় ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করে। এতে সড়কের ওই লেনে যানবাহন আটকা পড়ে পাঁচ কিলোমিটার এলাকা যানজট লেগে যায়।

বৃহস্পতিবার (১৭ জুলাই) গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় দুপুর পৌণে ১২ টা থেকে সোয়া ১টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। পরে ওসি ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের দাবীর বিষয়ে নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিলে বিক্ষোভ কারীরা দুপুর সোয়া ১ টায় সড়কে থেকে সরে গেলে যান চলাচাল শুরু হয়।

বিক্ষোভকারীার বলেন, বাঘের বাজার-সাফারি পার্ক সড়কে চলাচলকারী অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা উঠানো এবং বাধা দেওয়া নিয়ে স্থানীয় স্বেচ্ছাসেবক-শ্রমিক দলের নেতাকর্মীদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে ১১ জুলাই (শনিবার) বাঘের বাজার অটোস্ট্যান্ডে তাদের মধ্যে বাকবিতন্ডা ও মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ দিলেও পুলিশ এক পক্ষের মামলা রুজু করে। ওই মামলায় পূর্ব শত্রুতার জেরে প্রতিহিংসা পরায়ন হয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইসলাম উদ্দিনকে প্রধান আসামী করা হয়। তদন্ত ছাড়া বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা নেওয়ায় ওসির প্রত্যাহারসহ ইসলাম উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারে চেয়ে স্লোগান  দিতে থাকে বিক্ষোভকারীরা।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বলেন, বাঘের বাজার অটোস্ট্যান্ডে চাঁদাবাজির ঘটনায় মামলার সুষ্ঠু তদন্তের দাবীতে তারা সড়ক অবরোধ করে। পরে সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলে তারা সড়কে থেকে সরে যায়। মানববন্ধনে বিক্ষোভকারীরা তার (ওসির) প্রত্যাহার চেয়েছে কিনা এ বিষয়ে তিনি কোনো কথা বলেননি।

গাজীপুরের পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী মোঃ যাবের সাদেক বলেন, এসব মানুষজন যা খুশি তাই বলতে থাকে। চাঁদাবাজি যে করেছে তার বিরুদ্ধে মামলা হয়েছে। তদন্ত ছাড়া মামলা নেয়ায় ওসির প্রত্যাহার চেয়েছে বিক্ষোভকারীরা এ বিষয়ে জানতে চাইলে বলেন মামলা হয়েছে বলে ওসির প্রত্যাহার চেয়েছে এটা কি মগের মুল্লুক নাকি? চাঁদাবাজি করছে, মামলা হয়েছে। ওসির প্রত্যাহার চায় এসব নিয়ে আমি কথা বলতে রাজি না।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

বগুড়ায় ছুরিকাঘাতে ২ নারীকে হত্যা, যুবক আটক
ঢাকা বিভাগ প্রবাসী এসোসিয়েশন ফ্রান্সের পরিচিতি সভা
গোপালগঞ্জে সহিংসতায় নিহত ৪, আহত অর্ধশতাধিক: পুলিশ প্রতিবেদন
সাধারণ নির্বাচনে ভোটদানের বয়স ১৬ বছর করছে যুক্তরাজ্য
নারায়ণগঞ্জে বিএনপির কেন্দ্রীয় বিক্ষোভ কর্মসূচি সফল করতে সোনারগাঁ থানা বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

নালিতাবাড়ীতে নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজে তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষ,আটক ১৮
তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে পুরান ঢাকায় বিএনপির বিক্ষোভ
কালীগঞ্জে নারী উদ্যোক্তাদের পণ্য বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রের উদ্বোধন
শেরপুরে জুলাই বিপ্লব স্মরণে শিশুদের কবিতা আবৃত্তি
কুলাউড়ায় স্ত্রী'র মৃত্যুর খবরে স্বামীর মৃত্যু!
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com