প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৪:২১ PM
লর্ডস টেস্টের উত্তেজনা এবার ছড়াল মাঠের বাইরেও। মাত্রাতিরিক্ত উদ্যাপন এবং শারীরিক সংঘর্ষে জড়িয়ে শাস্তির মুখে পড়লেন ভারতের পেসার মোহাম্মদ সিরাজ। ইংল্যান্ডের বেন ডাকেটকে আউট করার পর আগ্রাসী উদ্যাপন করায় ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে। দেওয়া হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও।
আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, সিরাজের বিরুদ্ধে কোড অব কন্ডাক্টের ২.৫ ধারা লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয়েছে। ওই ধারায় বলা হয়েছে, ব্যাটারকে আউট করার পর এমন কোনো ভাষা, অঙ্গভঙ্গি বা আচরণ করা যাবে না, যা তাকে অপমানিত করে বা আগ্রাসী প্রতিক্রিয়া উসকে দেয়।
ঘটনার শুরু লর্ডস টেস্টের তৃতীয় দিনের শেষ বিকেলে। তখন ইংলিশ ব্যাটার জ্যাক ক্রলি সময় নষ্ট করছিলেন বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান ভারতের কয়েকজন খেলোয়াড়। চতুর্থ দিন সকালে সিরাজের বলেই মিড-অনে তুলে মারতে গিয়ে আউট হন বেন ডাকেট। উইকেট পেয়ে গর্জে ওঠেন সিরাজ, অতিরিক্ত উদ্যাপনের সময় ব্যাটার ডাকেটের সঙ্গে শরীর ঘেঁষে চলে যান তিনি।
আইসিসি জানায়, ‘উইকেট পাওয়ার পর সিরাজ ব্যাটারের খুব কাছে গিয়ে উদ্যাপন করেন এবং তার শরীরের সঙ্গে সংঘর্ষ হয়, যা ম্যাচ কর্মকর্তারা লক্ষ্য করেন।’
গত ২৪ মাসে এটি সিরাজের দ্বিতীয় ডিমেরিট পয়েন্ট। নিয়ম অনুযায়ী, এই সময়ের মধ্যে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পেলে তা সাসপেনশন পয়েন্টে রূপ নেয় এবং খেলোয়াড়কে নিষিদ্ধ হতে হয় এক বা একাধিক ম্যাচে। অর্থাৎ, আরও সতর্ক থাকতে হবে ভারতীয় পেসারকে।