বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


লর্ডস টেস্ট
আগ্রাসী উদ্‌যাপনের সিরাজের শাস্তি, জরিমানা ও ডিমেরিট পয়েন্ট
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৪:২১ PM

লর্ডস টেস্টের উত্তেজনা এবার ছড়াল মাঠের বাইরেও। মাত্রাতিরিক্ত উদ্‌যাপন এবং শারীরিক সংঘর্ষে জড়িয়ে শাস্তির মুখে পড়লেন ভারতের পেসার মোহাম্মদ সিরাজ। ইংল্যান্ডের বেন ডাকেটকে আউট করার পর আগ্রাসী উদ্‌যাপন করায় ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে। দেওয়া হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও।

আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, সিরাজের বিরুদ্ধে কোড অব কন্ডাক্টের ২.৫ ধারা লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয়েছে। ওই ধারায় বলা হয়েছে, ব্যাটারকে আউট করার পর এমন কোনো ভাষা, অঙ্গভঙ্গি বা আচরণ করা যাবে না, যা তাকে অপমানিত করে বা আগ্রাসী প্রতিক্রিয়া উসকে দেয়। 

ঘটনার শুরু লর্ডস টেস্টের তৃতীয় দিনের শেষ বিকেলে। তখন ইংলিশ ব্যাটার জ্যাক ক্রলি সময় নষ্ট করছিলেন বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান ভারতের কয়েকজন খেলোয়াড়। চতুর্থ দিন সকালে সিরাজের বলেই মিড-অনে তুলে মারতে গিয়ে আউট হন বেন ডাকেট। উইকেট পেয়ে গর্জে ওঠেন সিরাজ, অতিরিক্ত উদ্‌যাপনের সময় ব্যাটার ডাকেটের সঙ্গে শরীর ঘেঁষে চলে যান তিনি।

আইসিসি জানায়, ‘উইকেট পাওয়ার পর সিরাজ ব্যাটারের খুব কাছে গিয়ে উদ্‌যাপন করেন এবং তার শরীরের সঙ্গে সংঘর্ষ হয়, যা ম্যাচ কর্মকর্তারা লক্ষ্য করেন।’

গত ২৪ মাসে এটি সিরাজের দ্বিতীয় ডিমেরিট পয়েন্ট। নিয়ম অনুযায়ী, এই সময়ের মধ্যে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পেলে তা সাসপেনশন পয়েন্টে রূপ নেয় এবং খেলোয়াড়কে নিষিদ্ধ হতে হয় এক বা একাধিক ম্যাচে। অর্থাৎ, আরও সতর্ক থাকতে হবে ভারতীয় পেসারকে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

শ্রীলঙ্কায়ার মাটিতে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের
হত্যার উদ্দেশ্যে মুজিববাদী সন্ত্রাসীরা জঙ্গি কায়দায় হামলা করেছে: নাহিদ
কালীগঞ্জে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্মরণে কোরআন খতম, আলোচনা ও দোয়া
ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি সংগঠনের উদ্যোগে প্রতিবন্ধী রফিকুলকে অটোরিক্সা প্রদান
২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ‘লংমার্চ টু গোপালগঞ্জ’: ইনকিলাব মঞ্চ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

প্রতিদিন বাংলাদেশ এর নবনির্বাচিত চেয়ারম্যান সিফাতুল্লাহ কে সংবর্ধনা।
নালিতাবাড়ীতে নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজে তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষ,আটক ১৮
কালীগঞ্জে নারী উদ্যোক্তাদের পণ্য বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রের উদ্বোধন
নালিতাবাড়ীতে সিএনজি চালকের মরদেহ উদ্ধার
সখীপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com