প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৫:৫৯ PM
আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। আইসিসির পূর্ব নির্ধারিত সূচিতে তিনটি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচ ছিল। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নিরাপত্তা শঙ্কার কথা বলে ওই সিরিজ এক বছর পিছিয়ে দিয়েছে।
এমনকি এশিয়া কাপ বিষয়ক বৈঠক করতেও বিসিসিআই-এর কর্মকর্তারা ঢাকা আসতে রাজি নন। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা দিয়েছে এই খবর। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, সেপ্টেম্বরের এশিয়া কাপের সূচি চূড়ান্ত করতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বৈঠক রাখা হয়েছে বাংলাদেশে।
কিন্তু বাংলাদেশে এসে ভারত ওই সভায় অংশ নিতে চায় না। এমনকি এসিসি’কে বিসিসিআই জানিয়ে দিয়েছে যে, সভা যদি ঢাকা থেকে সরানো না হয় এশিয়া কাপেই খেলবে না তারা। বাংলাদেশ থেকে বৈঠক সরানোর কারণ হিসেবে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করা হয়েছে।
আনন্দবাজার পত্রিকাকে বিসিসিআই-এর সূত্র বলেছেন, ‘বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও রাজনৈতিক অবস্থার কথা মাথায় রেখে সেখানে আমাদের যাওয়া ঠিক হবে না। আমরা সভার স্থান বদলাতে এরইমধ্যে এসিসি-কে জানিয়ে দিয়েছি।’
এবারের টি-২০ ফরম্যাটের এশিয়া কাপের আয়োজক ভারত। কিন্তু পাকিস্তান ভারত সফরে না যাওয়ায় টুর্নামেন্টটি সরিয়ে নিরপেক্ষ ভেন্যুতে নেওয়া হতে পারে। শ্রীলঙ্কা বা সংযুক্ত আরব আমিরাত হতে পারে সম্ভাব্য ভেন্যু। তবে বিসিসিআই-এর পক্ষ থেকে আরব আমিরাতকেই ভেন্যু হিসেবে ধরা হচ্ছে। ৫ সেপ্টেম্বর থেকে এশিয়া কাপ শুরুর পরিকল্পনা হাতে নিয়েছে বিসিসিআই। তবে সরকারের দিক নির্দেশনা ছাড়া এক পাও তুলবে না ভারতীয় বোর্ড।