মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫ ১৪ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ৫:২১ PM

সামিউন বশিরের অলরাউন্ড নৈপুণ্যে রোমাঞ্চকর জয় দিয়ে জিম্বাবুয়েতে ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ১ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে।

শনিবার (২৬ জুলাই) হারারেতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ বোলারদের তোপে ৩৪ ওভার ৪ বলে ১২৮ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। 
বাংলাদেশ পেসার আল ফাহাদ ৩২ রান দিয়ে ৪টি এবং বাঁহাতি স্পিনার সামিউন ১৭ রানে ২ উইকেট নেন।

জবাবে ২১ রানের সূচনার পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ। এক পর্যায়ে ৯ উইকেটে ১০৯ রানে পরিণত হয় টাইগাররা। তখনও জয় থেকে ২০ রান দূরে বাংলাদেশ। 

শেষ উইকেটে স্বাধীন ইসলামকে নিয়ে লড়াই শুরু করেন সামিউন। স্বাধীনকে এক বলও খেলার সুযোগ না দিয়ে শেষ উইকেটে ২০ রান যোগ করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন সামিউন। ৭টি চার ও ১টি ছক্কায় ৩৯ বলে অপরাজিত ৪৫ রান করেন সামিউন। এছাড়াও দলের পক্ষে ওপেনার জাওয়াদ আবরার ৯ বলে ২০, আব্দুল্লাহ ১৪ ও আল ফাহাদ ১১ রান করেন।

টুর্নামেন্টের নিজেদের পরের ম্যাচে আগামী সোমবার স্বাগতিক জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ২৭৮ রানে হেরেছে জিম্বাবুয়ে। ত্রিদেশীয় সিরিজে প্রতিটি দলে তিনবার করে একে অপরের মুখোমুখি হবে। পয়েন্ট তালিকার শীর্ষ দুটি দল ফাইনাল খেলবে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

২-৩ দিনের মধ্যেই জুলাই সনদের চূড়ান্ত প্রক্রিয়ায় পৌঁছতে পারব: আলী রীয়াজ
ভোটে দাঁড়াবেন শ্রাবন্তী!
আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে কলম্বিয়া
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশসহ নিহত ৫
সোনারগাঁও ইউনিভার্সিটিতে প্রাথমিক চিকিৎসা ও আন্তর্জাতিক অভিজ্ঞতা শেয়ারিং সেমিনার
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

ভালুকায় শহীদ আরাফাত রহমান কোকো লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত
আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো কোরিয়া মুসলিম কমিউনিটির বাৎসরিক শিক্ষা সফর ২০২৫
পুশইন থামছে না, আরও ২১ জনকে ঠেলে দিল বিএসএফ
সালথায় শামা ওবায়েদ এর প্রচার মূলক ব্যানার ছেঁড়ার অভিযোগ
দুবাইতে বাংলাদেশ প্রবাস ক্লাবের উদ্যোগে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com