প্রকাশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ৫:২১ PM
সামিউন বশিরের অলরাউন্ড নৈপুণ্যে রোমাঞ্চকর জয় দিয়ে জিম্বাবুয়েতে ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ১ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে।
শনিবার (২৬ জুলাই) হারারেতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ বোলারদের তোপে ৩৪ ওভার ৪ বলে ১২৮ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশ পেসার আল ফাহাদ ৩২ রান দিয়ে ৪টি এবং বাঁহাতি স্পিনার সামিউন ১৭ রানে ২ উইকেট নেন।
জবাবে ২১ রানের সূচনার পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ। এক পর্যায়ে ৯ উইকেটে ১০৯ রানে পরিণত হয় টাইগাররা। তখনও জয় থেকে ২০ রান দূরে বাংলাদেশ।
শেষ উইকেটে স্বাধীন ইসলামকে নিয়ে লড়াই শুরু করেন সামিউন। স্বাধীনকে এক বলও খেলার সুযোগ না দিয়ে শেষ উইকেটে ২০ রান যোগ করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন সামিউন। ৭টি চার ও ১টি ছক্কায় ৩৯ বলে অপরাজিত ৪৫ রান করেন সামিউন। এছাড়াও দলের পক্ষে ওপেনার জাওয়াদ আবরার ৯ বলে ২০, আব্দুল্লাহ ১৪ ও আল ফাহাদ ১১ রান করেন।
টুর্নামেন্টের নিজেদের পরের ম্যাচে আগামী সোমবার স্বাগতিক জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ২৭৮ রানে হেরেছে জিম্বাবুয়ে। ত্রিদেশীয় সিরিজে প্রতিটি দলে তিনবার করে একে অপরের মুখোমুখি হবে। পয়েন্ট তালিকার শীর্ষ দুটি দল ফাইনাল খেলবে।