রবিবার ২৭ জুলাই ২০২৫ ১২ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


এশিয়া কাপের আগে নতুন সিরিজ আয়োজনের চেষ্টায় বিসিবি, বিকল্প ঘরোয়া ক্যাম্প
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৫:১২ PM আপডেট: ২৬.০৭.২০২৫ ৫:৩৪ PM

আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। সেই সফর বাতিল হয়ে যাওয়ায় টাইগারদের সামনে তৈরি হয়েছে দীর্ঘ এক বিরতি। তবে এই ফাঁকা সময়কে কাজে লাগাতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়া কাপের আগে একটি নতুন আন্তর্জাতিক সিরিজ আয়োজনের চেষ্টায় রয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। বিকল্প ভাবনায় রয়েছে স্কিল ও ফিটনেস ক্যাম্পও।

মূলত আগস্ট মাসের শেষভাগে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করতে চায় বিসিবি। আলোচনায় রয়েছে আয়ারল্যান্ড দলের নাম। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো কিছুই চূড়ান্ত হয়নি। বিসিবির একাধিক পরিচালক জানিয়েছেন, এই সময়ের মধ্যে যদি কোনো সিরিজ আয়োজন সম্ভব না হয়, তাহলে ক্রিকেটারদের নিয়ে হবে ঘরোয়া ক্যাম্প। 

সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর সিরিজ জিতে ছুটিতে গেছেন জাতীয় দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা। প্রধান কোচ ফিল সিমন্স ফিরবেন ১৫ আগস্ট। তার আগেই নতুন সিরিজ আয়োজনের বিষয়ে অগ্রগতি চায় বিসিবি।

আপাতত ভারতের বিপক্ষে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির সিরিজটি পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত। ফলে এশিয়া কাপের (সম্ভাব্য শুরু ৫ সেপ্টেম্বর) আগে লিটন দাস, তাসকিন আহমেদদের হাতে আর কোনো ম্যাচ নেই। সেই জায়গা থেকেই সিরিজ আয়োজনের এই উদ্যোগ।

যদিও বাস্তবতা বলছে, আগস্ট-সেপ্টেম্বর মাসে অন্যান্য দলগুলোও বেশ ব্যস্ত সূচিতে রয়েছে। তাই সিরিজ আয়োজন না হলে দীর্ঘ ক্যাম্পই হতে পারে টাইগারদের প্রস্তুতির একমাত্র পথ।

ফলে এখন দেখার বিষয়—বিসিবি শেষ পর্যন্ত সিরিজ আয়োজন করতে পারে কিনা, নাকি প্রস্তুতির দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে ক্যাম্পকেই। তবে যেটাই হোক, এশিয়া কাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে চান টাইগাররা, সেটা স্পষ্ট করে দিয়েছেন লিটন-তাসকিনরাও।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

জাতীয় নির্বাচন সবার জন্য চ্যালেঞ্জের হবে: সিইসি
নির্বাচন আয়োজন ভন্ডুল করার অপচেষ্টাকে রুখে দিতে হবে: প্রধান উপদেষ্টা
চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা
ছাত্রদের কোনো ব্যবস্থা হয়নি, উপদেষ্টাদের সব হয়েছে: নাসীরুদ্দিন পাটওয়ারী
এদেশে খুনিদের জায়গা নেই: প্রেস সচিব
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বার্সেলোনায় বাংলাদেশ এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
চেয়ারম্যান প্রার্থী হাজী আশরাফ উদ্দিনের পক্ষে দুই ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ও নির্বাচনী সালাম
ভালুকায় শহীদ আরাফাত রহমান কোকো লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত
মাইলস্টোনে নিহতদের স্মরণে সাভারের গোপাল আখড়ায় প্রার্থনা সভা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com