
শেরপুরের ঝিনাইগাতীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে গ্লোবাল টেলিভিশনের তৃতীয় বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে গ্লোবাল টেলিভিশনের শেরপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আবু হেলালের উদ্যোগে ঝিনাইগাতী উপজেলার কুঞ্জ বিলাস কান্দুলী আশ্রয়ণ প্রকল্পে বাসিন্দাদের নিয়ে আলোচনা ও চেককাটার আয়োজন করা হয়।
গ্লোবাল টেলিভিশন শেরপুর প্রতিনিধি মোহাম্মদ আবু হেলালের সভাপতিত্বে এবং দৈনিক মানবকন্ঠ ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি মো. জিয়াউল হকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এরশাদ আলম জর্জ। প্রিয় অতিথি ছিলেন,
ধানশাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
কুঞ্জ বিলাস কান্দুলী আশ্রয়ণ প্রকল্পের সভাপতি মো. আমানুল্লাহ। গোসাইপুর ওলামা দলের সভাপতি মো. আব্দুর রউফ, কুঞ্জ বিলাস কান্দুলী আশ্রয়ণ প্রকল্পের সাবেক সভাপতি হাসেন আলী, সাধারণ সম্পাদক ইউনুস আলী, এশিয়ান টিভির জামালপুর জেলা প্রতিনিধি মো. রুবেল।
দৈনিক গণমুক্তির শেরপুর জেলা প্রতিনিধি মো. দুদু মল্লিক, দৈনিক সংবাদ প্রতিদিনের শেরপুর জেলা প্রতিনিধি ও দৈনিক জনকণ্ঠের নিজস্ব সংবাদদাতা আরএম সেলিম শাহী, দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার উপজেলা সংবাদদাতা মো. সাইফুল ইসলাম জুয়েল, ভোরের চেতনার প্রতিনিধি মো. আরিফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন উপজেলা প্রতিনিধি মো. সাইফুল ইসলাম সাইফুল্লাহ এবং দৈনিক নয়া দিগন্ত জেলা প্রতিনিধি মোরাদ হোসেন চাঁন প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্য, গ্লোবাল টেলিভিশনের সাহসী সাংবাদিকতা, সময়োপযোগী সংবাদ পরিবেশন এবং গণমানুষের কথা তুলে ধরার ভূয়সী প্রশংসা করেন।
অতিথিদের বক্তব্য শেষে কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়।