বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫ ১৬ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


কুলাউড়ায় চেয়ারম্যান জেলহাজতে, জনসেবা ব্যাহত
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ৭:২৪ PM

জেলার কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের চেয়ারম্যান বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের মামলায় গ্রেফতার হওয়ার প্রায় দেড় মাস অতিবাহিত হলেও কোন ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিংবা প্রশাসক নিয়োগ দেয়া হয়নি। প্যানেল চেয়ারম্যান নিয়ে মেম্বারদের মধ্যে সৃষ্টি হয়েছে মতানৈক্য।ফলে সেবা গ্রহিতারা পড়েছেন বিপাকে। জানা যায়, গত ০৭ মার্চ রাউৎগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আকবর আলী সোহাগ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা মামলায় আসামী হওয়ায় পুলিশ তাকে গ্রেফতার করে। চেয়ারম্যান আকবর আলী সোহাগ গ্রেফতারের ১মাস ১৯ দিন অতিবাহিত হলেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিংবা প্রশাসক নিয়োগ দেয়া হয়নি। ফলে ইউনিয়নের সেবাগ্রহিতারা প্রতিদিন ইউনিয়নে এসে হাতাশা নিয়ে ফেরৎ যেতে হয়।

এদিকে প্যানেল চেয়ারম্যান নিয়েও ইউনিয়নের মেম্বারদের মধ্যে আগে থেকেই চলছে বিরোধ। বিষয়টি নিয়ে ইউনিয়নের ৭ জন মেম্বার প্যানেল চেয়ারম্যান নির্বাচন বাতিলের দাবি জানিয়ে ইতিপূর্বে ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর কুলাউড়ার ইউএনও বরাবরে লিখিত অভিযোগ করেন। সেই জটিলতা নিরসনের আগেই চেয়ারম্যান গ্রেফতার হওয়ায় পুরানো জটিলতা নতুন রূপ পায়। গত ২৩ এপ্রিল ইউনিয়নের ৫ জন মেম্বার মৌলভীবাজারের জেলা প্রশাসকের কাছে আরেকটি আবেদন করেন। সেই আবেদনে মেম্বারগণ পুনরায় প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করে অথবা একজন প্রশাসক নিয়োগ করে হলেও নাগরিকদের সেবা অব্যাহত রাখার দাবি জানান। এব্যাপারে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন জানান, প্যানেল মেয়র নিয়ে জটিলতার কারণে ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া যাচ্ছে না। মেম্বারদের আবেদনের কপি জেলা প্রশাসক মহোদয়ের কাছে প্রেরণ করা হয়েছে। আগামী দু’য়েক দিনের মধ্যে বিষয়টির সুরাহা হবে বলে তিনি আশাবাদী|







আরও খবর


 সর্বশেষ সংবাদ

কোনও দাবি থেকে সরে আসিনি, সব আদায় করে ছাড়বো: নাহিদ
এআই ও কোয়ান্টাম কম্পিউটিংয়ে নতুন দিগন্ত
নারীকে কামনার বস্তু হিসেবে তুলে ধরা হয়েছে: জয়া আহসান
জুলাইয়ে নিহত-আহতদের তালিকায় অসঙ্গতি পাওয়া গেছে: ফারুক-ই-আজম
সালথায় অবৈধ উপায়ে নিয়োগ প্রমানীত হওয়ায় বেতন বন্ধ শিক্ষিকার
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

মব সৃষ্টি করে ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট
আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো কোরিয়া মুসলিম কমিউনিটির বাৎসরিক শিক্ষা সফর ২০২৫
দুবাইতে বাংলাদেশ প্রবাস ক্লাবের উদ্যোগে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত
ত্রিশালে এসইডিপির সনদ ও পুরস্কার বিতরণ
ঝিনাইগাতী সদর বাজারে দেদারছে বিক্রি হচ্ছে নিষিদ্ধ ইউক্যালিপটাস গাছের চারা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com