প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৮:২৭ PM
জেলার কুলাউড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক ৩ হাজার ৬শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।২২এপ্রিল, উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে কৃষকদের মাঝে এই বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মহিউদ্দিন। এসময় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ মহিউদ্দিন বলেন, কৃষি প্রধান এ দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে সরকার কৃষকের মাঝে প্রণোদনা হিসেবে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণের উদ্যোগ নিয়েছে। এ ছাড়া কৃষকদের স্বয়ংসম্পূর্ণ করতে ও খাদ্যের উৎপাদন বৃদ্ধিকল্পে ভর্তুকি দিয়ে বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবু মাসুদ, উপজেলা প্রণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল প্রমুখ। কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিন জানান, ২০২৪-২৫ অর্থ বছরে খরিফ-১ মৌসুমে উফশী আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকার বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্যোগ নিয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলার ৩হাজার ৬শ কৃষকদের মধ্যে ৫কেজি বীজ, ১০কেজি ডিএপি ও ১০কেজি এমওপি সার বিতরণ করা হবে।