প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৫৭ PM
আর মাত্র কয়েক দিন পরেই পাকিস্তানের মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। আট জাতি নিয়ে শুরু হওয়া এই বৈশ্বিক আসরের খেলা মাঠে গড়াবে ১৯ ফেব্রুয়ারি থেকে। শেষ হবে ৯ মার্চ লাহোর/ দুবাইর ফাইনালের মধ্য দিয়ে। এই আসরকে সামনে রেখে ইতিমধ্যে চলছে নানা বিশ্লেষণ। আসন্ন এই টুর্নামেন্টে সেমিফাইনালে উঠবে কোন দল, তা নিয়ে চলছে সাবেক ক্রিকেটারদের নানা রকম চুলচেরা বিশ্লেষণ। এবার সেই তালিকায় যোগ দিলেন শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন।
লঙ্কান এই কিংবদন্তি ২০১৭ সালের পুনরাবৃত্তি দেখছেন আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। ভারতের বার্তা সংস্থা এএনআইকে মুরালিধরন বলেন, ‘ফেবারিট তো আছেই। তবে নিশ্চিত করে বলার উপায় নেই যে এই দলটাই জিতবে। ভারত ও পাকিস্তানই ফেবারিট। ঘরোয়া কন্ডিশনের জন্য ফেবারিট পাকিস্তান। ভারতও এমন কন্ডিশনে উঁচু সারির দল।’ আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্পিনারদের ভূমিকা নিয়ে মুরালিধরন বলেন, ‘রশিদ খান ভালো, রবীন্দ্র জাদেজাও আছে। অনেক স্পিনারই এখন উঠে আসছে। তারা এই টুর্নামেন্টে সত্যিই ভালো করবে, উইকেট স্পিনারদের সাহায্য করবে বলে আশা করি।’
কেবলমাত্র মুরালিধরন নন, এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার ও রবি শাস্ত্রী। গাভাস্কার নিজের দেশ ভারতকে এগিয়ে রাখলেও রবি এগিয়ে রেখেছেন পাকিস্তানকে। অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং ফাইনালে দেখছেন ভারত ও অস্ট্রেলিয়াকে।
সর্বশেষ ২০১৭ সালে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতকে ১৮০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। ঘরের মাঠে খেলা হওয়ায় পাকিস্তানকে পিছিয়ে রাখার কোনো সুযোগ নেই। পাশাপাশি সদ্যই ইংল্যান্ডকে উড়িয়ে দারুণ ছন্দে থাকা ভারতও অন্য দলগুলোর জন্য দুশ্চিন্তার বড় নাম। শীর্ষ ৮ দলকে নিয়ে ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। আয়োজক দেশ পাকিস্তানের পাশাপাশি দুবাইয়েও এই টুর্নামেন্টের ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তান আথিত্য দেবে নিউজিল্যান্ডকে।