| শিরোনাম: |
পরিবারের এ টু জেড বাজার সামগ্রী একই ছাতার নীচে পাওয়া যাবে এ উদ্দেশ্যে যাত্রা করেছে প্যারিসের লাকর্ণভে ইউনিক মার্কেট। বাসার যাবতীয় আসবাবপত্র, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ও বিশেষ করে ফার্নিচার সামগ্রীর সমাহার নিয়ে যাত্রা করেছে প্রতিষ্ঠানটি। ফ্রান্সে বাংলাদেশিদের ব্যাপক বসবাসের ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির চাহিদাকে গুরত্ব দিয়ে এরকম প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে বলে জানান প্রতিষ্ঠানের পরিচালক ওবায়দুল্লাহ কয়েছ। তিনি আরো বলেন বাংলাদেশী কমিনিটিতে শুধু ব্যবসা নয় বরং কর্মসংস্থান তৈরী একটি লক্ষ্য ইউনিক মার্কেটের। দিন দিন যেহারে ফ্রান্সে বাংলাদেশিদের সংখ্যা বাড়ছে সে অনুযায়ী ব্যবসা প্রতিষ্ঠান বাড়ছেনা বললেই চলে। ওবায়দুল্লাহ কয়েছ মনে করেন গতানুগতিক প্রতিষ্ঠানের বাইরে গিয়ে এমন উদ্যোগ নিলে কমিউনিটিতে কর্মসংস্থান বাড়বে। 