প্রকাশ: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ১:১৭ পিএম (ভিজিট : ৩৩০)
বাঙ্গালী জাতির হাজার বছরের গৌরবের এই দিবস “মহান বিজয় দিবস” দিবসটি পালিত হয় কায়ে কালাব্রিয়া ৬৬ নং হল রুমে ১৪ই ডিসেম্বর ২০২৪ ইং শনিবার বার্সেলোনার ঐতিহ্যবাহী মহিলা সমিতির ব্যানারে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ শীত পিঠার স্টল সাজিয়ে ।
উপস্থাপনাই ছিলেন তাইফা রহমান সাথে বর্ষা , সার্বিক ব্যবস্হাপনায় ছিলেন সংগঠনের সভাপতি মেহতাব হক জানু,রৌশানারা আফতাব মন্জু,মাসুদা পারভিন মুন্নি পাখী,সালমা ইসহাক সহ সাংগঠনিক নেতৃবৃন্দ। বিশেষ অতিথিদের মধ্যে উপস্হিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আলাউদ্দিন হক নেছা,ড. নজরুল ইসলাম,নবীনুল হক,জাহাঙ্গীর আলম, শফিকুল ইসলাম স্বপন,কামরুল মোহামেদ,মোখলেসুর রহমান নাসিম,এ কে আজাদ মোস্তফা,সালাহউদ্দিন, হানিফ শরীফ,ফয়সল আহমেদ মোল্লা,আরিফুল ইসলাম রোবেল সহ সামাজিক সাংগঠনিক ও সাংবাদিক ব্যক্তিবর্গ।
দর্শক চাহিদার কথা বিবেচনা করে ঐতিহ্যবাহী মধুর কেন্টিনের সাবরিনা কিচেন সহ দুটি পিঠা ফুসকার ষ্টল বরাদ্য থাকে।স্টলে ভাপাপিঠা রসমুথি, চিতই পিঠা,ফুসকা সহ বিভিন্ন খাবারে সমারোহের সাথে দর্শক চাহিদা লক্ষ করা যায়। বার্সেলোনার কুকিল কন্ঠি শিল্পী অহনা দিবার “অ আমার রসিয়া বন্ধুরে” গানের ঝংকার দর্শক আনন্দে মাতিয়ে তুলে হল রোম। স্টেশনের রেলগাড়িটা যেন কোপা বাধা মেয়েলী বগির নৃত্যে মাতম ছুটে চলায় ব্যস্ত।রৌশানারা আফতাব মন্জু,আনোয়ার হোসেন রাজু গাজী, অমি রহমান,সুনান দে প্রমা ও জয় রহমান গানে সুরে বিজয় আনন্দে একাকার করে তুলেন।