প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ৭:৫৪ পিএম (ভিজিট : ৮৯)
অস্ট্রিয়া আওয়ামী লীগের মহান বিজয় দিবস উদযাপন করে ,অস্ট্রিয়াস্থ ভিয়েনা শহরে বহুল পরিচিত আফ্রো এশিয়াটিক ইন্সটিটিউটের বড় হলে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসাবে সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম। সভাপতির দায়িত্ব পালন করেন অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম। সঞ্চালনায় ছিলো মিজানুর রহমান শ্যামল সাধারণ সম্পাদক, অস্ট্রিয়া আওয়ামী লীগ। বিশেষ অতিথি হিসাবে ছিলেন ড:শহিদুল ইসলাম জননেত্রী শেখ হাসিনার বিশেষ সহকারি,মুক্তিযোদ্ধা আ:রহিম পাকন পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান, মিনহাজুর রহমান প্রাক্তন জাতিসংঘের প্রশাসনিক কর্মকর্তা, রবিন মোহাম্মদ আলী সভাপতি বঙ্গবন্ধু পরিষদ এছাড়া অস্ট্রিয়ায় বসবাস রত অনেক প্রবাসী বাংলাদেশী। অস্ট্রিয়া আওয়ামী লীগের সহ সভাপতি সহ সকল স্তরের নেতৃবৃন্দ।
উপস্থিত ছিল অনেক ভাবিরা ওনাদের ছোট্ট বাচ্চাদের নিয়ে। প্রধান অতিথি বলেন স্বাধীন বাংলাদেশে শকুনের চোখ পরেছে এথেকে আমাদের বেরিয়ে আসতে হবে আন্দোলনের মাধ্যমে। আমরা জেনেভা, হেগ, ব্রাসেলস সবকটি আন্তর্জাতিক অফিসে আমরা আমাদের কথা তুলে ধরেছি। আগামী ৬/১/২৫ ইং রোজ সোমবার ভিয়েনা জাতিসংঘের অফিসের সামনে আবারও আমরা Demonstration ডাক দিয়েছি সেদিনও আপনারা এভাবেই চলে আসবেন। সভাপতি বলেন শয়তানের নামাজ পড়া আর ড:ইউনুসের বিজয় দিবস উদযাপন এক কারণ যেখান বঙ্গবন্ধুর নাম নেই ছবি নেই মুক্তি যুদ্ধের কথা নাই তারা আবার বিজয় দিবস উদযাপন করে। তাদের দু:খ কি করে পাকিস্তান থেকে আলাদা হয়ে গেলাম। এছাড়াও বক্তব্য রাখেন অস্ট্রিয়া আওয়ামী লীগের সকল স্তরের নেতৃবৃন্দ।বক্তব্যের সাথে সাথে নাস্তা পরিবেশন করেন মিসেস রবিন মিষ্টি ভাবি চা সিংগাড়া ইত্যাদি।
বক্তব্যের পরে ছিল একটা মনোরম বিচিত্রা অনুষ্ঠান। অনেক দিন পরে ফজলুর রহমান বাবু ভাই এবং ভাবি কে পেলাম আজকের এই অস্ট্রিয়া আওয়ামী লীগের বিজয় দিবস অনুষ্ঠানে। ধন্যবাদ বাবু ভাইকে।বিচিত্রা অনুষ্ঠানটি প্রানবন্ত উপস্থাপনা করেন মিসেস জারিন। সত্যি অনেক দিন পরে ভিয়েনাবাসি একটা ভালো অনুষ্ঠান দেখতে পেল মিসেস জারিনের সঞ্চালনায়। সবশেষে রাতের বিরানি ভোজনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।জয়বাংলা