| শিরোনাম: |
মালদ্বীপে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে বাঙালি সংস্কৃতি চর্চা। বাংলাদেশের সংস্কৃতিকে হৃদয় ধারণ করে বাঙালি কালচারের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে মালদ্বীপের গৃহবধূ লায়লার। প্রতি বছরের ন্যায় নিজের জন্মদিনে মালদ্বীবিয়ান সংস্কৃতিতে নৃত্যের তালে তালে ভিনদেশীয় নানা আয়োজনে ব্যস্ত থাকে পরিবারটি। কিন্তু এবারের অনুষ্ঠানমালায় একেবারেই ভিন্ন চিত্র। নিকটতোম আত্মীয়-স্বজনদের নিয়ে বাঙালিয়ানা পরিবেশে মন মাতানো গানে গানে তাদের আয়োজন। 