| শিরোনাম: |
২৮ আগষ্ট শনিবার অভিনয়শিল্পী যুগল শফিউল আলম বাবু ও নাবিলা আলম পলিন’র বিবাহিত জীবনের রজত জয়ন্তী (সিলভার যুবলী) অর্থাৎ ২৫ বছর পূর্ণ হতে চলেছে। ১৯৯৬ সালের এই দিনে তারা প্রেমের টানে ঘর বেঁধেছিল। বাবু চাঁদপুরের আর পলিন জামালপুরের। কিন্তু তাদের মিলন কেন্দ্র ঢাকা। সেই থেকে শুরু তাদের যৌথ জীবন সংগ্রাম। অনেক চড়াই-উতরাই পেরিয়ে আলোর মুখ দেখেছেন এই অভিনয় দম্পতি। তাদের দু’টি সন্তান, এক ছেলে ও এক মেয়ে। তারাও অভিনয় শিল্পী মানে বলা যায়, অভিনয় শিল্পী পরিবার। বাবু অভিনয়ের পাশাপাশি উপস্থাপনা, ইভেন্ট ম্যানেজমেন্ট ও নাটক-সিনেমা নির্মাতা আর পলিন অভিনয়ের পাশাপাশি কবিতা লেখেন এছাড়া পলিন মার্শাল আর্টে জাতীয় পর্যায়ে ২ বার গোল্ড মেডেল প্রাপ্ত এবং বাংলাদেশ গেমসে ব্রোঞ্জ পদকপ্রাপ্ত। তাদের সুখী দাম্পত্যের প্রত্যাশা করছি।