সোমবার ২৭ অক্টোবর ২০২৫ ১১ কার্তিক ১৪৩২
 
শিরোনাম:


চিত্তমহল
অভিনয়শিল্পী শফিউল আলম বাবু ও পলিনের বিবাহিত জীবনের রজত জয়ন্তী
প্রকাশ: শনিবার, ২৮ আগস্ট, ২০২১, ১২:০০ এএম   (ভিজিট : ৮২)
চিত্রমহল প্রতিবেদক :
২৮ আগষ্ট শনিবার অভিনয়শিল্পী যুগল শফিউল আলম বাবু ও নাবিলা আলম পলিন’র বিবাহিত জীবনের রজত জয়ন্তী (সিলভার যুবলী) অর্থাৎ ২৫ বছর পূর্ণ হতে চলেছে। ১৯৯৬ সালের এই দিনে তারা প্রেমের টানে ঘর বেঁধেছিল। বাবু চাঁদপুরের আর পলিন জামালপুরের। কিন্তু তাদের মিলন কেন্দ্র ঢাকা। সেই থেকে শুরু তাদের যৌথ জীবন সংগ্রাম। অনেক চড়াই-উতরাই পেরিয়ে আলোর মুখ দেখেছেন এই অভিনয় দম্পতি। তাদের দু’টি সন্তান, এক ছেলে ও এক মেয়ে। তারাও অভিনয় শিল্পী মানে বলা যায়, অভিনয় শিল্পী পরিবার। বাবু অভিনয়ের পাশাপাশি উপস্থাপনা, ইভেন্ট ম্যানেজমেন্ট ও নাটক-সিনেমা নির্মাতা আর পলিন অভিনয়ের পাশাপাশি কবিতা লেখেন এছাড়া পলিন মার্শাল আর্টে জাতীয় পর্যায়ে ২ বার গোল্ড মেডেল প্রাপ্ত এবং বাংলাদেশ গেমসে ব্রোঞ্জ পদকপ্রাপ্ত। তাদের সুখী দাম্পত্যের প্রত্যাশা করছি।







প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com