মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৫ আশ্বিন ১৪৩২
 
শিরোনাম:


চিত্তমহল
চলচ্চিত্রেও অনবদ্য শিরীন আলম
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১, ১২:০০ এএম   (ভিজিট : ৩৫০)
অভি মঈনুদ্দীন :
শিরীন আলম, টিভি নাটকের একজন নন্দিত জনপ্রিয় অভিনেত্রী। বহু নাটকে মায়ের চরিত্রে অভিনয় করে তিনি দর্শককে সমাদৃত করেছেন। তবে শুধু নাটকেই নয়, সিনেমাতেও মায়ের চরিত্র’সহ আরো ভিন্ন ধরনে চরিত্রে অভিনয় করেও তিনি দর্শকের ভালোবাসায় নিজেকে সিক্ত করেছেন। বর্তমান সময়ে তাই সিনেমাতেই কাজ করা নিয়ে তিনি বেশ ব্যস্ত সময় পার করছেন। বন্ধু মহল কিংবা পরিবারের সবার কাছে তিনি আঞ্জুমান আরা বেগম নামেই (অহলঁসধহ অৎধ ইবমঁস) পরিচিত। কিন্তু অভিনয় করতে এসে তাকে শিরীন আলম (ঝযরৎরহ অষধস) নামেই পরিচিত হতে হচ্ছে। শিরীন আলম বলেন, ‘মিডিয়াতে কাজ করতে এসে অনেকেরই মূল নামটি হারিয়ে যায় কিংবা আড়ালে থেকে যায়। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। তবে তা নিয়ে কোন কষ্ট নেই। কারণ সার্টিফিকেট কিংবা পাসপোর্টে আমার আঞ্জুমান আরা বেগম নামটিই ব্যবহƒত হচ্ছে।’ শিরীন আলম বর্তমানে দু’টি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। গতকালও তিনি শুটিং করেছেন জাফর আল মামুনের পরিচালনায় ‘এক পশলা বৃষ্টি’ সিনেমার কাজ। এতে তিনি এই সিনেমার নায়ক চিত্রনায়ক কায়েস আরজুর মায়ের চরিত্রে অভিনয় করছেন। অন্যদিকে তিনি নাসির উদ্দিনের ‘বাসর ঘর’ সিনেমাতেও কাজ করছেন। এতেও তিনি সিনেমার নায়কের মায়ের চরিত্রে অভিনয় করছেন। শিরীন আলম বলেন, ‘আমার সিনেমাভাগ্য সত্যিই খুব ভালো। জীবনে প্রথম গুনী চলচ্চিত্র পরিচালক প্রয়াত শ্রদ্ধেয় চাষী নজরুল ইসলাম ভাইয়ের নির্দেশনায় কাজ করার সুযোগ পেয়েছিলাম। এরপর যতোগুলো সিনেমাতে অভিনয় করেছি, বলা যায় প্রত্যেকটি সিনেমাই দর্শকপ্রিয়তা পেয়েছে। এখনো যে দু’টি সিনেমাতে অভিনয় করছে, দু’টি সিনেমারই গল্প চমৎকার। ধন্যবাদ যারা আমাকে শুরু থেকে আজ পর্যন্ত সিনেমা এবং নাটকে অভিনয়ের ক্ষেত্রে সহযোগিতা করে আসছেন। আমি দর্শকের ভালোবাসা নিয়ে আগামীদিনে আরো ভালো ভালো কাজ করে যেতে চাই।’ শিরীন আলম অভিনীত প্রথম সিনেমা ছিলো চাষী নজরুল ইসলামের ‘শাস্তি’। পরবর্তীতে তিনি তৌকীর আহমেদ’র ‘দারুচিনি দ্বীপ’, গিয়াস উদ্দিন সেলিমের ‘মনপুরা’, চন্দন চৌধুরীর ‘কী যাদু করিলা’, মোহাম্মদ হোসেনের ‘ভালোবেসে বউ আনবো’সহ আরো বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন। বর্তমানে তিনি ‘পরিবার’ নামের একটি ধারাবাহিক নাটকেও নিয়মিত অভিনয় করছেন।
    ছবি: মোহসীন আহমেদ কাওছার












প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com