প্রকাশ: শুক্রবার, ২৯ জানুয়ারি, ২০২১, ১২:০০ এএম (ভিজিট : ৩৪৮)
চিত্রমহল প্রতিবেদক :

১৯৮৫ সালে শেখ নিয়ামত আলী ‘দহন’ নামের একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন হুমায়ূন ফরীদি ও ববিতা’কে নিয়ে। পরবর্তীতে ২০১৮ সালে রায়হান রাফি একই নামে অর্থাৎ ‘দহন’ নামে সিনেমা নির্মাণ করেন মম, সিয়াম ও পূজাকে নিয়ে। ওপার বাংলায় ঋতুপর্ণ ঘোষ চিত্রনায়িকা ঋতুপর্ণাকে নিয়ে নির্মাণ করেছিলেন ‘দহন’ সিনেমা। আবার ‘দহন’ নামে এই দেশে নাটকও নির্মাণ করেছিলেন চয়নিকা চৌধুরী। একই নামে এবার তরুণ মেধ্বী নির্মাতা বর্ণনাথ নির্মাণ করেছেন নাটক। তবে এবারের ‘দহন’ নাটকটি রচনা করেছেন স্বাধীন শাহ, মমর রুবেল ও বর্ণনাথ। নাটকের গল্পে কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির ও তানজিকা আমিন। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মীর সাব্বির বলেন, ‘দুটো চরিত্রের উপরই মূলত নাটকটি ফোকাস। স্বামী স্ত্রীর গল্প। তাদের ডিভোর্স হয়। কিন্তু ডিভোর্স হওয়ার আগে তারা আলাদা রুমে থাকতে শুরু করে। এখান থেকেই মূলত গল্পের শুরু। শেষটা না হয় দর্শক নাটকটি প্রচারের সময়ই দেখুক। বর্ণনাথ একজন বিচক্ষণ পরিচালক। একজন ঠান্ডা মাথার পরিচালক। কাজটা বর্ণনাথ ভালোভাবে করার মানসিকতা তারমধ্যে আছে। আর এই নাটকে আমার সহশিল্পী তানজিকা, অভিনেত্রী হিসেবে তানজিকা সত্যিই অসাধারণ একজন অভিনেত্রী। আমার সঙ্গে তার অনেকগুলো নাটকে কাজ করা হয়েছে। তারসঙ্গে যতোগুলো নাটকে অভিনয় করেছি প্রত্যেকটি নাটকই দর্শকপ্রিয় হয়েছে। যে কারণেই আসলে ‘দহন’ নাটকটি নিয়ে আমি আশাবাদী। তানজিকা যদি নাটকে নিয়মিত কাজ করে সেটা আমাদের জন্য খুউব ভালো হয়। তানজিকা আমিন বলেন, ‘দহন’ নাটকের স্ক্রিপ্টটা খুবই সুন্দর। আমি এবং সাব্বির ভাই বর্ণনাথের নির্দেশনামতো চেষ্টা করেছি ভালোভাবে কাজটি করতে। দর্শক ভালো বলতে পারবেন, নাটকটি কেমন হলো। সহশিল্পী হিসেবে মীর সাব্বির ভাই ভীষণ সহযোগিতা পরায়ন। তিনি থাকলে কাজের চাপ থাকলেও খুব সহজেই কাজটি করা হয়ে যায়।’ মীর সাব্বিরের সঙ্গে তানজিকা আমিন একটি ধারাবাহিকে প্রথম অভিনয় করেন।’ ‘গ্যাংস্টার গলি’ নামের সাত পর্বের ঈদের নাটকেও তারা অভিনয় করেছেন মীর সাব্বির ও তানজিকা আমিন। তানজিকা আমিন তৌকীর আহমেদ’র পরিচালনায় ‘রূপালী জোৎøা’ ও আল হাজেনের পরিচালনায় ‘মেহমান’ ধারাবাহিকে অভিনয় করছেন। ‘মেহমান’ এনটিভিতে প্রচারের অপেক্ষায়। এদিকে মীর সাব্বির শেষ করেছেন তার জীবনের প্রথম পরিচালিত চলচ্চিত্র ‘রাত জাগা ফুল’র কাজ। ইচ্ছে রয়েছে তার আগামী স্বাধীনতা দিবসে সিনেমাটি মুক্তি দেবার। এই সিনেমার কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও গীত রচনা করেছেন মীর সাব্বির।
ছবি: মোহসীন আহমেদ কাওছার