রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫ ৩০ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম:


চিত্তমহল
সিনেমা, নাটক ও ওয়েব সিরিজে ব্যস্ত নরেশ ভূঁইয়া
প্রকাশ: রোববার, ২৪ জানুয়ারি, ২০২১, ১২:০০ এএম   (ভিজিট : ১৭৬২)
চিত্রমহল প্রতিবেদক :
একসময়কার পাঠক সমাদৃত ‘চিত্রালী’র খ্যাতনামা সাংবাদিক, বাচসাস’র সাবেক সভাপতি নন্দিত অভিনেতা নরেশ ভূঁইয়া এখন অভিনেতা হিসেবেই বেশি ব্যস্ত সময় পার করছেন। সিনেমা, নাটক এবং ওয়েব সিরিজে বলা যায় সমানতালেই কাজ করছেন তিনি। গুনী এই অভিনেতা একজন নাট্যনির্দেশক হিসেবেও বেশ সমাদৃত। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত পাঁচটি সিনেমা। সিনেমাগুলো হচ্ছে তৌকীর আহমেদ পরিচালিত ‘স্ফুলিঙ্গ’, অমিতাভ রেজা চৌধুরীর ‘রিক্সাগার্ল’, দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’, নীশিত সূর্যের ‘পায়রার চিঠি’ এবং মীর সাব্বিরের ‘রাত জাগা ফুল’। সিনেমাতে অভিনয় এবং সিনেমার ব্যবসা প্রসঙ্গে নরেশ ভূঁইয়া বলেন, ‘অনেকেই বলেন আগের দিনের মতো একদিন সিনেমার দিন ফিরে আসবে। এটা আসলে আর হবেনা। আগের দিনের মতো সিনেমার দিন হয়তো আর ফিরে আসবেনা। আগের মতো সিনেমার প্রযোজক ব্যবসা করতে পারবেন, তারও সম্ভাবনা আমি দেখছিনা। নানান মাধ্যমে সিনেমা মুক্তি পাবে, দর্শক সিনেমা দেখবেন। আলোচনা হবে। বাংলাদেশের সিনেমার প্রযোজকেরা আগে যে ব্যবসা করতেন বা যেভাবে লাভবান হতেন তার সম্ভাবনা খুব কম। এটা আমার ধারনা। আমার এই ধারনার সাথে অন্যের ধারনা নাও মিলতে পারে।’ এদিকে নরেশ ভূঁইয়া এরইমধ্যে শেষ করেছেন শিহাব শাহীন পরিচালিত ওয়েব সিরিজ ‘মরীচিকা’র কাজ। এরইমধ্যে প্রকাশিত হয়েছে সঞ্জয় সমাদ্দারের ‘ট্রল’ নামক ওয়েব কন্টেন্ট। অভিনয় করছেন সঞ্জিত সরকার পরিচালিত ধারাবাহিক ‘চিটিং মাস্টার’ ও তাসিদক খান পরিচালিত ‘বাকের খনি’ ধারাবাহিকে। মাত্র চার বছর বয়সে মঞ্চে একজন মৃত সৈনিকের ভূমিকায় অভিনয়ের মধ্যদিয়ে নরেশ ভূঁইয়ার অভিনয় জীবন শুরু। আশির দশকের শেষপ্রান্তে তিনি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০০ সাল থেকে একজন পেশাদার অভিনেতা হিসেবেই তিনি নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। তার জš§ ১৯৫১ সালের ৭ সেপ্টেম্বর। তার স্ত্রী শিল্পী সরকার অপু একজন কিংবদন্তী নাট্যকার, অভিনেত্রী। তাদেরই সন্তান ইয়াশ রোহান এই প্রজšে§র দর্শকপ্রিয় নায়ক। নরেশ ভূঁইয়া অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা অরুণ চৌধুরী পরিচালিত ‘মায়াবতী’। তার অভিনীত প্রথম সিনেমা হুমায়ূন কবির পরিচালিত ‘সাহেব বিবি গোলাম’। সৈয়দ সালাহ উদ্দিন জাকীর প্রযোজনায় তিনি প্রথম ১৯৭২ সালে ‘চাবির দু:খ’ নাটকে প্রথম অভিনয় করেন। তবে মুসা আহমেদ প্রযোজিত ‘মাটির কোলে’ নাটকে তিনি দর্শকপ্রিয়তা পান। ‘ভালোবাসি সুধাইওনা কারে ভালোবাসি’ এটি তার নির্মিত প্রথম নাটক। রচনা করেছিলেন তারই স্ত্রী শিল্পী সরকার অপু।     ছবি: মোহসীন আহমেদ কাওছা













প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com