শনিবার ৬ ডিসেম্বর ২০২৫ ২২ অগ্রহায়ণ ১৪৩২
 
শিরোনাম:


খেলাধুলা
ফুটবল বিশ্বকাপের ড্র আজ : কখন কোথায় হবে, দেখবেন যেভাবে
প্রকাশ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ১১:১৭ এএম   (ভিজিট : ৬১)
আগামী বছরের জুনে আমেরিকায় পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের। তার আগে আজ রাতে ওয়াশিংটনে হবে সেই বিশ্বকাপের ড্র। ফুটবলের শ্রেষ্ঠত্বের মঞ্চে অংশ নেওয়া দেশগুলোর ভাগ্য নির্ধারণী দিনও বলা যেতে পারে এটিকে। কোন দল কোন গ্রুপে পড়ল, কোন দলের বিশ্বকাপ অভিযান কেমন হতে যাচ্ছে—সবকিছুর আভাস তো আজই পাওয়া যাবে (FIFA World Cup 2026 Final Draw)। 

আজ (শুক্রবার) ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সভাপতিত্বে এবং ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনোর উপস্থিতিতে হবে এই জমকালো ড্র। অনুষ্ঠানটি শুরু হবে স্থানীয় সময় দুপুর ১২টায় অর্থাৎ বাংলাদেশ সময় রাত ১১টায়। ফিফা জানিয়েছে, ড্রয়ের পরদিন, অর্থাৎ শনিবার (৬ ডিসেম্বর) সব ম্যাচের সূচি প্রকাশ করা হবে। ড্র অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে ফিফার অফিশিয়াল ওয়েবসাইট এবং ফিফার ইউটিউব চ্যানেলে।

২০২৬ বিশ্বকাপে ৪৮ দল খেলবে ১২টি গ্রুপে ভাগ হয়ে। এরই মধ্যে ৪২ দলের জায়গা নিশ্চিত হয়েছে। বাকি ছয় দল চূড়ান্ত হবে আগামী মার্চে ইউরোপিয়ান প্লে অফ ও আন্তঃমহাদেশীয় প্লে অফ খেলে। তবে তারা কে কোন গ্রুপে পড়বে, সেটা জানা যাবে আজকের গ্রুপ নির্ধারণী অনুষ্ঠান শেষে।

যৌথ আয়োজক: কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র

এএফসি (এশিয়া): অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, কাতার, সৌদি আরব, উজবেকিস্তান

সিএএফ (আফ্রিকা): আলজেরিয়া, কেপ ভার্দে, আইভরিকোস্ট, মিসর, ঘানা, মরক্কো, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা, তিউনিসিয়া

কনক্যাকাফ (উত্তর ও মধ্য আমেরিকা): কুরাসাও, হাইতি, পানামা

কনমেবল (দক্ষিণ আমেরিকা): আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, উরুগুয়ে

ওএফসি (ওশেনিয়া): নিউজিল্যান্ড

উয়েফা (ইউরোপ): অস্ট্রিয়া, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, স্কটল্যান্ড, স্পেন, সুইজারল্যান্ড

৪৮ দলের বিশ্বকাপে এখনও ৬টি স্লগ ফাঁকা রয়ে গেছে। এর মধ্যে চারটি দল আসবে ১৬ দলের উয়েফা প্লে-অফ থেকে। এই প্লে-অফে খেলবে আলবেনিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ইতালি, কসোভো, উত্তর আয়ারল্যান্ড, উত্তর মেসিডোনিয়া, পোল্যান্ড, আয়ারল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া, সুইডেন, তুরস্ক, ইউক্রেন ও ওয়েলস। বাকি দুটি জায়গার জন্য লড়াই করবে ৬টি দল—বলিভিয়া, কঙ্গো ডিআর, ইরাক, জ্যামাইকা, নিউ ক্যালেডোনিয়া ও সুরিনাম।

কোন পটে কারা?
পট ১: কানাডা, মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র, স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, জার্মানি।

পট ২: ক্রোয়েশিয়া, মরক্কো, কলম্বিয়া, উরুগুয়ে, সুইজারল্যান্ড, জাপান, সেনেগাল, ইরান, কোরিয়া প্রজাতন্ত্র, ইকুয়েডর, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া।

পট ৩: নরওয়ে, পানামা, মিশর, আলজেরিয়া, স্কটল্যান্ড, প্যারাগুয়ে, তিউনিসিয়া, আইভরি কোস্ট, উজবেকিস্তান, কাতার, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা।

পট ৪: জর্ডান, কেপ ভার্দে, ঘানা, কুরাসাও, হাইতি, নিউজিল্যান্ড, ইউরোপীয় প্লে-অফ এ, বি, সি এবং ডি, ফিফা প্লে অফ টুর্নামেন্ট ১ এবং ২।

ড্র শুরু হবে পট ১ এর সবগুলো দলকে দিয়ে। তারপর একে একে পট ২, ৩ ও ৪ থেকে গ্রুপ নির্ধারণ হবে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

ঐতিহাসিকভাবেই ফ্যাসিস্ট আ. লীগ ছিল গণতন্ত্রের ভয়ংকর শত্রু: তারেক রহমান
ম্যাচ শুরুর আগেই লাল কার্ডের বিরল ঘটনা
জার্মানি থেকে ‘ভাড়া করে’ এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার
বেগম জিয়ার অসুস্থতার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই: আমীর খসরু
আমরা কোনো ভুল করতে চাই না: চরমোনাই পীর
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ত্রিশালে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ
ত্রিশালে নবাগত ইউএনও আরাফাত সিদ্দিকীর যোগদান
নবাগত ইউএনও কে ত্রিশাল প্রেস ক্লাবের ফুলেল শুভেচ্ছা
ত্রিশালে পরিদর্শনে নবাগত ডিসি মো. সাইফুর রহমান
শিক্ষকরা কর্মবিরতিতে—বার্ষিক পরীক্ষা চালাচ্ছেন অভিভাবকরা!
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com