বৃহস্পতিবার ২৭ নভেম্বর ২০২৫ ১৩ অগ্রহায়ণ ১৪৩২
 
শিরোনাম:


বিনোদন
শিশুতোষ গানের অ্যালবাম ‘হাউ মাউ খাউ’
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৪:১৪ পিএম   (ভিজিট : ২৭)
অ্যালবাম প্রকাশের চলন আর নেই। তারও আগেই উঠে গেছে শিশুদের নিয়ে কিছু করার প্রবণতা। এসব পরিস্থিতির বিপরীতে বরাবরই দাঁড়ান স্থপতি, নির্মাতা ও গীতিকবি-সুরকার এনামুল করিম নির্ঝর।

এবার তার উদ্যোগে প্রকাশ হচ্ছে শিশুতোষ গানের অ্যালবাম ‘হাউ মাউ খাউ’। এনামুল করিম নির্ঝরের কথা ও সুরে, অটমনাল মুনের সংগীতায়োজনে নির্মিত হয়েছে ৫টি শিশুতোষ গান। সিএসআর-আইএসআর-এর যৌথ প্রক্রিয়ায় নির্মিত এই অ্যালবামে সিএসআর- [কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি] হিসেবে ফান্ড দিয়ে সহযোগিতা করেছে- শেলটেক।

সিএসআর-আইএসআর ঐক্য প্রক্রিয়ার ধারাবাহিক চেষ্টায় এই উদ্যোগে গান গেয়েছেন- মৃন্ময়ী মেঘা, অরণি ক্যাথলিন মুরমু, সামাহ ফাতিহা সাইদ, প্রফুল্ল অংশুমন এবং তানভীর আলম সজীব।

এনামুল করিম নির্ঝর জানান, শিশু-কিশোরদের অনুভূতির বিচিত্রতা, কল্পনা, অভিযোগ-অনুযোগ, শিশুদের চোখে প্রকৃতি, বড়দের প্রতি শিশুদের প্রত্যাশা এবং একইসাথে বড়রা কিভাবে তাদের দেখছে এসব বিষয় উঠে এসেছে এই অ্যালবামের গানগুলোতে।

অ্যালবামে শিশুদের পাশাপাশি গান গেয়েছেন জ্যেষ্ঠ শিল্পী তানভীর আলম সজীব। নিজের গায়কী ভেঙে নতুন করে গানটি গাইবার অভিজ্ঞতা জানালেন তিনি।

‘আমার নিজের ক্যারেক্টার থেকে বেরিয়ে গানটা করা। নির্ঝর ভাই যথারীতি একজন পাগল লোক, একটু অন্যরকম কিছু হলেই ডাক পড়ে, তখন একটা কর্মযজ্ঞের মতো শুরু হয়। এভাবে গাইতে হবে, ওভাবে গাইতে হবে। একেকটা গান একেকধরণের কর্মযজ্ঞ। তাই বৈচিত্র্যময় অভিজ্ঞতা হয় তার সঙ্গে গান করতে গেলে। এখানেও তাই হয়েছে। শ্রোতারা উপভোগ করবেন গানগুলো।’

অ্যালবামের প্রথম গান ‘হাউ মাউ খাউ’ প্রকাশ হবে আজ ২৭ নভেম্বর সন্ধ্যা সাতটায় গানশালার ইউটিউব চ্যানেলে। এরপর ক্রমান্বয়ে প্রকাশ পাবে হাট্টিমাটিম টিম, তিড়িং বিড়িং ফড়িংটাকে, ছোটদের গান নিয়ে এবং এই তুই কি করছিস?

‘হাউ মাউ খাউ’ গানটি গেয়েছেন শিশুশিল্পী মৃন্ময়ী মেঘা। অ্যালবামটির মাধ্যমে প্রথমবারের মতো গান ও ভিডিও করার অভিজ্ঞতা হলো তার।

মেঘা বলে, ‘আগে মুন আঙ্কেলের স্টুডিওতে একটা গান গেয়েছি, অডিশনের মতো। সেটা ছিল স্টুডিও ভার্সন। বাট এই গানটির রেকর্ডিং ও ভিডিও প্রসেস বেশ আলাদা ছিলো। আমিতো বিশ্বাসই করতে পারছিলাম না, কতো আয়োজন! অনেক আনন্দ ও ভয় লাগছিল। আমি আমার বেস্টটা দেয়ার চেষ্টা করেছি।’

সংগীত মাধ্যমের পেশাজীবীদের নিয়মিত উপার্জনের উপায় গড়ার জন্য সিএসআর- আইএসআর এর যৌথ প্রক্রিয়াটিকে আরও গতিশীল করতে গানশালা ব্যাপকভাবে চেষ্টা করে যাচ্ছে। এর আগেও এই প্রক্রিয়ায় বেশ কয়েকটি সংগীত প্রকল্প ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। 







আরও খবর


 সর্বশেষ সংবাদ

কালচারাল এস্টাবলিশমেন্ট একটা অদ্ভুত জিনিস: ফারুকী
টেক্টর ভাইদের জুটি ভাঙলেন রিশাদ
বাউলদের ওপর হামলাকারীদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে: প্রেস সচিব
তফসিলের দিন থেকেই কঠোর অবস্থান ইসির, নির্বাচনে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা
‘দীর্ঘ রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা শুধু বিএনপিরই আছে’: নজরুল ইসলাম খান
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

নকল স্টাম্পে জাল দলিল: বাউফলে যুবকের কারাদণ্ড, স্টুডিও–হোটেলে জরিমানা
কালীগঞ্জে পাটজাত মোড়ক না ব্যবহারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
ভালুকায় প্রাণিসম্পদ অগ্রগতি সপ্তাহব্যাপী প্রদর্শনীর উদ্বোধন
শেরপুরে যুব উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে এসডিএফ’র কর্মশালা অনুষ্ঠিত
ভালুকায় মদবোঝাই একটি পিকআপ জব্দ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com