মঙ্গলবার ২৫ নভেম্বর ২০২৫ ১১ অগ্রহায়ণ ১৪৩২
 
শিরোনাম:


বিনোদন
বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্র আর নেই
প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৪:০২ পিএম   (ভিজিট : ৬১)
দীর্ঘ শ্বাসকষ্টজনিত জটিলতায় না ফেরার দেশে চলে গেছেন বলিউডের প্রখ্যাত অভিনেতা ধর্মেন্দ্র। সোমবার (২৪ নভেম্বর) সকালে মুম্বাইয়ের নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৯ বছর।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত অক্টোবরের শেষের দিকে শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ায় ধর্মন্দ্রেকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসা শেষে গত ১২ দিন আগে হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি। সোমবার সকালে নিজের জুহুর বাসভবনে মৃত্যুবরণ করেন তিনি।

প্রখ্যাত এই অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে তার বাড়ির আশপাশে ভক্তরা জড়ো হতে শুরু করেন। তাৎক্ষণিক ব্যবস্থা নেয় পুলিশ। অভিনেতার বাড়ির প্রায় ৫০ মিটার পর্যন্ত ব্যারিকেড বসিয়ে জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করা হয়।

সংবাদ সংস্থা এএনআই টুইট করে জানায়, প্রবীণ অভিনেতার বাড়িতে তারকারা আসা শুরু করেছেন। শাহরুখ খান, সালমান খানসহ বহু বলিউড তারকা সেখানে উপস্থিত হয়েছেন। হেমা মালিনী, সানি দেওল, ববি দেওল, অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনও ধর্মেন্দ্রর বাড়িতে অবস্থান করছেন। 

এএনআই বলছে, ধর্মেন্দ্রর পরিবার থেকে তার মৃত্যুর বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনও দেওয়া হয়নি। মুম্বাইয়ের ভিলে পার্লে শ্মশানেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 

১৯৬০ সালে মুক্তিপ্রাপ্ত ‘দিল ভি তেরা হাম ভি তেরে’ সিনেমার মাধ্যমে বলিউডে প্রবেশ করেন ধরম সিং দেওল । পরে তিনি ধর্মেন্দ্র নামে খ্যাতি লাভ করেন। ক্যারিয়ারের প্রথম দিকে তিনি ‘আনপাড়’, ‘বন্দিনী’, ‘অনুপমা’ এবং ‘আয়া সাওয়ান ঝুম কে’র মতো ছবিতে সাধারণ মানুষের চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন।

তিনি অ্যাকশন এবং রোম্যান্টিক হিরো হিসেবেও নিজের ছাপ রেখেছেন। ‘শোলে’, ‘ধরম-বীর’, ‘চুপকে চুপকে’, ‘মেরা গাও মেরা দেশ’ এবং ‘ড্রিম গার্ল’র মতো কালজয়ী সিনেমাগুলো তাকে ভারতীয় চলচ্চিত্রে এক অবিস্মরণীয় প্রতিভা হিসেবে মর্যাদা দিয়েছে। তার খাঁটি বডি আর অ্যাকশন পারদর্শিতার জন্য ভক্তরা তাকে ‘হি-ম্যান উপাধি দিয়েছিল।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

সৌদিতে সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর যুবক নিহত
বাংলাদেশে পাঠানোর জন্য ১ লাখ টন চাল কিনতে চায় পাকিস্তান
ফরিদপুরে বোয়ালমারীতে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর–লুটপাট, আহত ৩০
বাউফলে নবনির্মিত পাবলিক লাইব্রেরী ভবনের উদ্বোধন
বিস্ফোরক–মাদক শনাক্তকারী কুকুর ফিন-কোরি ও স্যাম অবসরে
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

ফরিদপুরের সালথায় শ্রমিক লীগ সাধারণ সম্পাদকের পদত্যাগ
নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত চিত্রনায়িকা পপি
ফেইসবুকে ভিডিও বার্তায় আল্লাহ ও ইসলাম ধর্মকে অবমাননা করায় সালথায় -১ ব্যক্তি গ্রেফতার
যানজট মুক্ত রাখতে কুড়িগ্রামে ট্রাফিক পুলিশের নিরলস প্রচেষ্টা
শেরপুরের ঝিনাইগাতীতে খুচরা সার ডিলারদের স্মারকলিপি: সার নীতিমালা ২০২৫ বাতিলের দাবিতে মানববন্ধন
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com