প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৪:২১ পিএম (ভিজিট : ১৭)
আল্লাহকে নিয়ে কটূক্তি করার অভিযোগে সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন বাউল শিল্পী আবুল সরকার। এই ঘটনায় দেশের সংস্কৃতি ও বিনোদন অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এবার এ প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করলেন ঢালিউডের অন্যতম জনপ্রিয় ও আলোচিত পরিচালক অনন্য মামুন।
নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে আবুল সরকারের বিষয়ে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন অনন্য মামুন। তিনি জানিয়েছেন, কোনো শিল্পীর দোহাই দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা মেনে নেওয়া যায় না।
পরিচালক অনন্য মামুন তার পোস্টে লেখেন, ‘শিল্পী, ফকির বা বাউল- কোনো কিছুর দোহাই দিয়ে উনাকে ছাড় দেওয়া ঠিক হবে না। দেশীয় আইনে উনার সঠিক বিচার হওয়া উচিত।’
বাউল শিল্পীর কটূক্তির ভাষা নিয়ে তীব্র নিন্দা জানিয়ে অনন্য মামুন বলেন, ‘উনার ভিডিওটা দেখলাম, উনার কটূক্তির ভাষা চরম বাজে লেভেলের। উনার পাশে দাঁড়ানোর কোনো প্রশ্নই আসে না।’
তার কথায়, ‘যে ভাষায় উনি আল্লাহকে নিয়ে কটূক্তি করেছেন, সেটার প্রাপ্য সাজা যদি উনি না পান, তাহলে এরকম ঘটনা বারবার ঘটতে থাকবে। শিল্পীর দোহাই দিয়ে আপনি কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারবেন না।’
প্রসঙ্গত, আবুল সরকারের বিরুদ্ধে অভিযোগ, তিনি একটি অনুষ্ঠানে ইসলাম ধর্ম ও মহান আল্লাহ সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন, যা পরবর্তীতে সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এবং তীব্র সমালোচনার জন্ম দেয়। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।