প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৫:৫৯ পিএম (ভিজিট : ২৯)
শেরপুরের নকলায় উপজেলা এনজিও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম।সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, উপজেলা সমবায় কর্মকর্তা নওশেদুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোমান হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, ব্যুরো বাংলাদেশ নকলা শাখার ব্যবস্থাপক ইউসুফ আলী, নকলা অটিজম ও বুদ্ধিজীবী প্রমুখপ্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেন, সমন্বিত উন্নয়ন শিক্ষার (আইডিএ) নির্বাহী পরিচালক লুৎফর রহমান, আরডিএস ম্যানেজার নাজমুল হক, মাটির ম্যানেজার প্রিন্স প্রমুখ।
বক্তারা দেশ ও জাতির উন্নয়নে নিজ নিজ এনজিও ও প্রতিষ্ঠানের সমস্যা ও সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও সরকারের সকল কর্মকান্ডে পারস্পরিক সহযোগিতা, বিভিন্ন বৈষম্য দূরীকরণ, মাদক ও বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবেলা, প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো, সামর্থ্য অনুযায়ী সেবা প্রদানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়অসহায়দের সহায়তা, এবং প্রাপ্যতার ভিত্তিতে মানবিক কাজে ন্যায়সঙ্গত বন্টন নিশ্চিত করা।
.অনুষ্ঠানে সরকার কর্তৃক নিবন্ধিত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বা সংস্থার প্রতিনিধি, বিভিন্ন এনজিও, উপজেলা এনজিও সমন্বয় কমিটির সদস্যবৃন্দ এবং উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।