মঙ্গলবার ২৫ নভেম্বর ২০২৫ ১১ অগ্রহায়ণ ১৪৩২
 
শিরোনাম:


জাতীয়
৬ দফা দাবিতে আবারও আন্দোলনে স্বাস্থ্য সহকারীরা, অবস্থান কর্মসূচি ঘোষণা
প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৬:০৬ পিএম   (ভিজিট : ৩৮)
৬ দফা দাবির পক্ষে ফের কর্মবিরতির ডাক দিয়েছে স্বাস্থ্য সহকারীদের সংগঠন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন। দাবি বাস্তবায়নে বৃহস্পতিবারের মধ্যে সরকার প্রজ্ঞাপন জারি না করলে শনিবার থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অনির্দিষ্টকালের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সমন্বয় পরিষদ। সোমবার জাতীয় প্রেসক্লাবের জহুরুল হক হলে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা দেন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের প্রধান সমন্বয়ক ওয়াসি উদ্দিন রানা। এ সময় উপস্থিত ছিলেন সদস্য সচিব ফজলুল হক চৌধুরী, মুখ্য সংগঠক জিয়াউল হক কাবুল, আব্দুস সালাম প্রমুখ।

পুরোনো আশ্বাস না মানায় নতুন আন্দোলন
সংবাদ সম্মেলনে নেতারা জানান, নিয়োগবিধি সংশোধন, বেতন বৈষম্য নিরসন ও টেকনিক্যাল পদমর্যাদাসহ ৬ দফা দাবিতে তারা দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করে আসছেন। দাবি যৌক্তিক মেনে নিয়ে একাধিকবার আশ্বাস দেওয়া হলেও ৫ বার প্রতিশ্রুতি ভঙ্গ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

নেতাদের অভিযোগ, দাবি বাস্তবায়নে কালক্ষেপণের কারণে ১ অক্টোবর থেকে সারা দেশের ১ লাখ ২০ হাজার আউটরিচ টিকা কেন্দ্রে ইপিআই ও টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) কর্মসূচির রিপোর্ট তৈরিসহ সব কার্যক্রম বন্ধ রেখে তারা কর্মবিরতি শুরু করেছিলেন। পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে ৬ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনায় বসেন। আলোচনার পর এক মাসের জন্য কর্মবিরতি স্থগিত করেন স্বাস্থ্য সহকারীরা। পরে শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ে প্রায় ৫ কোটি শিশুকে টিসিভি টিকা দেওয়ার দায়িত্ব সফলভাবে সম্পন্ন করেন তারা।

তবে নেতাদের দাবি, আশ্বাস পালন না করে উল্টো চাঁদপুরের দুই স্বাস্থ্য সহকারী—আরিফ মোহাম্মদ রুহুল ইসলাম ও শাহজালালকে কুমিল্লায় বদলি করা হয়েছে। টিসিভি বাজেট বরাদ্দ নিয়ে প্রতিবাদ করায় এ বদলি করা হয়েছে বলে অভিযোগ তাদের।

সংগঠনের নেতাদের অভিযোগ, দাবি তুলে ধরলেই একেক অজুহাতে আমাদের আন্দোলন থামিয়ে দেওয়া হয়েছে। আমরা কথা রেখেছি, কিন্তু কর্তৃপক্ষ রাখেনি। এবার সবাই অনড়। আমরা আর আশ্বাসে বিশ্বাসী নই—বাস্তবায়ন চাই। তারা বলেন, দুই সহকর্মীর বদলি প্রত্যাহার এবং ৬ দফা দাবি প্রজ্ঞাপন আকারে প্রকাশ না হলে কর্মসূচি আরও কঠোর করা হবে।

স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবি
স্বাস্থ্য সহকারীদের দাবি হলো- নিয়োগবিধি সংশোধন করে স্নাতক বা সমমানের যোগ্যতাসহ ১৪তম গ্রেড ও ইন-সার্ভিস ডিপ্লোমাধারীদের ১১তম গ্রেডসহ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতিতে ধারাবাহিক উচ্চতর গ্রেড নিশ্চিত, স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শককে প্রশিক্ষণ ছাড়াই স্নাতক স্কেলে অন্তর্ভুক্ত করা, বেতন স্কেল পুনর্নির্ধারণে প্রাপ্ত টাইম স্কেল বা উচ্চতর স্কেল যুক্ত করা এবং ইন-সার্ভিস ডিপ্লোমা (এসআইটি) সম্পন্নকারীদের সমমান হিসেবে স্বীকৃতি দেওয়া। 







আরও খবর


 সর্বশেষ সংবাদ

সৌদিতে সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর যুবক নিহত
বাংলাদেশে পাঠানোর জন্য ১ লাখ টন চাল কিনতে চায় পাকিস্তান
ফরিদপুরে বোয়ালমারীতে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর–লুটপাট, আহত ৩০
বাউফলে নবনির্মিত পাবলিক লাইব্রেরী ভবনের উদ্বোধন
বিস্ফোরক–মাদক শনাক্তকারী কুকুর ফিন-কোরি ও স্যাম অবসরে
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

ফরিদপুরের সালথায় শ্রমিক লীগ সাধারণ সম্পাদকের পদত্যাগ
নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত চিত্রনায়িকা পপি
ফেইসবুকে ভিডিও বার্তায় আল্লাহ ও ইসলাম ধর্মকে অবমাননা করায় সালথায় -১ ব্যক্তি গ্রেফতার
যানজট মুক্ত রাখতে কুড়িগ্রামে ট্রাফিক পুলিশের নিরলস প্রচেষ্টা
শেরপুরের ঝিনাইগাতীতে খুচরা সার ডিলারদের স্মারকলিপি: সার নীতিমালা ২০২৫ বাতিলের দাবিতে মানববন্ধন
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com