প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৮:২৩ পিএম (ভিজিট : ৪৬)
পটুয়াখালীর বাউফলে নবনির্মিত পাবলিক লাইব্রেরী ভবনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর ২০২৫) দুপুর সাড়ে ১২টায় বাউফল পাবলিক মাঠের পাশের এই নতুন ভবনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন ইউএনও মোঃ আমিনুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, শিক্ষাবান্ধব ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, বাউফল সরকারি কলেজের শিক্ষার্থী মারজান বিন জাহাঙ্গীর ও আবু জাফর, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাউফল উপজেলা শাখার সভাপতি মোঃ লিমন হোসেন, সেক্রেটার আরিফুর রহমান।
বক্তারা বলেন, “পাঠাগার একটি জাতির মেরুদণ্ড গঠনের অন্যতম ভিত্তি। নতুন ভবনের মাধ্যমে বাউফলের শিক্ষার্থী ও পাঠপ্রিয় মানুষের জন্য জ্ঞানচর্চার আরও বিস্তৃত সুযোগ তৈরি হলো।”
উদ্বোধনী অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় তরুণ সমাজ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সাথে অংশগ্রহণ করেন।মোহাম্মদ জাফর ইকবাল, বাউফল পটুয়াখালী।