
ইডেন টেস্টে ভারতকে আড়াই দিনে হারিয়েছে বর্তমান টেস্ট বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। শেষ তথা গুয়াহাটি টেস্টেও চালকের আসনে সফরকারী প্রোটিয়ারা। এই পর্যায় থেকে অবিশ্বাস্য কিছু না করে বসলে ঘরের মাঠে আরেকটি হোয়াইটওয়াশের লজ্জায় পড়তে যাচ্ছে স্বাগতিক ভারত।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত টেম্বা বাভুমার দলের লিড বেড়ে দাঁড়িয়েছে ৪০১ রান। দ্বিতীয় ইনিংসে এখনো ৭ উইকেট তাদের হাতে রয়েছে। নিশ্চিতভাবেই চতুর্থ ইনিংসে বড় রান তাড়া করতে হবে ঋষভ পন্তদের। সফল না হলে লজ্জায় পড়তে হবে ভারতকে। অন্যদিকে, ইতিহাস তৈরি করবে দক্ষিণ আফ্রিকা।
ঘরের মাঠে টেস্ট সিরিজে এখনও পর্যন্ত দু’বার হোয়াইটওয়াশ হয়েছে ভারতীয় দল। অর্থাৎ, সিরিজের সব টেস্ট হেরে গিয়েছে ভারত। তৃতীয় বার তেমন সম্ভাবনা তৈরি হয়েছে চলতি টেস্ট সিরিজে। ইডেন গার্ডেন্সে প্রথম টেস্ট হারায় দু’ম্যাচের সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে গৌতম গম্ভীরের দল। গুয়াহাটি টেস্টেও কোণঠাসা পন্তরা। এই ম্যাচ হারলে সিরিজের দু’টি টেস্টই হারবে ভারত। অর্থাৎ, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ হতে হবে।
ভারতের মাটিতে ভারতীয় দলকে প্রথমবার হোয়াইটওয়াশ করেছিল দক্ষিণ আফ্রিকাই। ১৯৯৯-২০০০ মৌসুমে শচীন টেন্ডুলকারের নেতৃত্বাধীন দল দুই টেস্টের সিরিজ হেরেছিল ০-২ ব্যবধানে। দ্বিতীয় বার এমন হয়েছে গত বছর। নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে ০-৩ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছিলেন রোহিত শর্মারা। নিউজিল্যান্ড সিরিজেও ভারতীয় দলের কোচ ছিলেন গম্ভীর। এ ছাড়া ১৯৭৯ সালে ইংল্যান্ডের কাছে ‘গোল্ডেন জুবিলি’ টেস্ট হেরেছিল ভারত। তবে সেবার একটি মাত্র টেস্ট হওয়ায় সিরিজ হিসেবে ধরা হয় না।
গুয়াহাটিতে হারলে ঘরের মাঠে টেস্ট সিরিজে তৃতীয় বার চুনকাম হবে ভারত। বিশ্বের প্রথম দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকা ভারতকে তাদের মাটিতেই ধবলধোলাইয়ের নজির গড়বে। ভারতীয় দলের সঙ্গে লজ্জায় পড়বেন কোচ গম্ভীরও। কারণ তার জমানাতেই ভারতকে ঘরের মাঠে দু’বার হোয়াইটওয়াশ হওয়ার লজ্জায় পড়তে হবে।