প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৬:৪৫ পিএম (ভিজিট : ৩৮)
রাজধানীর মিরপুর এলাকায় একটি রেস্তোরাঁয় ডিজে পার্টি থেকে ৩১ জনকে আটক করেছে যৌথ বাহিনী। গোপন সংবাদে মিরপুর মডেল থানা পুলিশ ও মিরপুর আর্মি ক্যাম্পের সেনাসদস্যরা সেখানে অভিযান চালান। গত শনিবার রাত ৩টার দিকে রাইনখোলায় কমার্স কলেজ সড়কের ‘বার্গার কুইন’ রেস্তোরাঁয় এ অভিযান চালানো হয়।
গতকাল রোববার রাতে মিরপুর জোনের সহকারী কমিশনার (এসি) মিজানুর রহমান জানান, ওই রেস্তোরাঁ থেকে ৩১ জনকে অনৈতিক কার্যকলাপের অভিযোগে আটক করা হয়। তাদের মধ্যে ২১ জন পুরুষ ও ১০ জন নারী। পরে যাচাই-বাছাই শেষে সেনাবাহিনী আটক নারীদের পরিবারের জিম্মায় ছেড়ে দেয়। আর ২১ পুরুষকে থানায় নিয়ে আসে পুলিশ। তিনি জানান, গতকাল ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে প্রত্যেককে দেড় হাজার টাকা জরিমানা করে জামিন দেওয়া হয়েছে।
এ ছাড়া মিরপুর মডেল থানা পুলিশ শনিবার সন্ধ্যা থেকে রোববার ভোর পর্যন্ত মিরপুর ১০ নম্বর গোলচত্বর ও আশপাশের এলাকায় ছিনতাই ও চুরি রোধে অভিযান চালিয়ে সন্দেহভাজন ১০ জনকে আটক করে।
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ‘শাটডাউন’ কর্মসূচি ঘিরে নাশকতার পরিকল্পনার আশঙ্কা থেকে আরও আটজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। ডিএমপির মুখপাত্র উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।