প্রকাশ: রোববার, ২৩ নভেম্বর, ২০২৫, ৭:১২ পিএম (ভিজিট : ২০)
নিজ বাড়িতে কলকাতার জনপ্রিয় চিত্রগ্রাহক সৌম্যদীপ্ত গুইনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। টলিউডে তিনি ভিকি নামেই বেশি পরিচিত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০। মৃত্যুর খবরটি ভারতীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জনপ্রিয় পরিচালক রাজা চন্দ।
জানিয়েছেন, খবর পেয়ে চিত্রগ্রাহকের কসবার বাড়িতে গিয়েছিলেন তিনি। পুলিশ তখন সৌম্যদীপ্তের ঝুলন্ত দেহ উদ্ধারে ব্যস্ত।
পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকীর সঙ্গেও দীর্ঘ ১৫ বছর কাজ করেছেন প্রয়াত চিত্রগ্রাহক। তিনি জানিয়েছেন, কাজ নিয়েই সম্ভবত অবসাদে ভুগছিলেন। হয়তো আশানুরূপ কাজ পাচ্ছিলেন না।
ভিকির বন্ধুরা প্রেমেন্দুকে জানিয়েছেন, ইদানীং সেই কারণে নিজেকে নাকি একটু গুটিয়েও নিয়েছিলেন প্রয়াত চিত্রগ্রাহক। পরিচালকের সঙ্গেও এ বিষয়ে কথা হয়েছিল তার। ভিকি প্রসঙ্গে বক্তব্য জানিয়েছেন চিত্রগ্রাহক গিল্ডের সম্পাদক স্বপন মজুমদার।
তিনি বলেন, “ভিকির দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। বিকেলে এনআরএস হাসপাতাল থেকে দেহ মিলবে। চিত্রগ্রাহকের আদি বাড়ি কলেজ স্ট্রিটে। পরিবার সিদ্ধান্ত নেবে উত্তর না দক্ষিণ কলকাতা, কোথায় তার শেষকৃত্য হবে।”
ফেডারেশন নির্ধারিত ১৫ হাজার টাকা তুলে দেওয়া হবে ভিকির পরিবারের হাতে।
স্বপনের কথায়, ‘শেষকৃত্য এবং শ্রাদ্ধাদির জন্য এই অর্থ বরাদ্দ। যেহেতু ভিকির স্ত্রী এবং এক শিশুকন্যা বর্তমান, তাই তাদের জন্য কিছু করা যায় কি না সেটা ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে কথা বলে ঠিক করা হবে।’
বিবাহিত ভিকির স্ত্রী এবং এক শিশুকন্যা বর্তমান।