রবিবার ২৩ নভেম্বর ২০২৫ ৯ অগ্রহায়ণ ১৪৩২
 
শিরোনাম:


বিনোদন
ডিআইএফএফ: ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৫:১০ পিএম   (ভিজিট : ৫৩)
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর বসতে যাচ্ছে আগামী ১০ জানুয়ারি থেকে। চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ এই প্রতিপাদ্য নিয়ে রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে হবে এই উৎসব। নিশ্চিত করেছেন উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল।

আরও জানান, এবারের উৎসবে ৭৫টি দেশের পূর্ণ ও স্বল্প দৈর্ঘ্যের ২৫০টি সিনেমা দেখানো হবে। এর মধ্যে বাংলাদেশের সিনেমা থাকছে ৬৭টি।

এবারের মূল প্রতিযোগিতা বিভাগ ‘বাংলাদেশ প্যানোরমা’য় নির্বাচিত হয়েছে মোট আটটি সিনেমা। এর মধ্যে রয়েছে হাবিবুর ইসলাম হাবিবের ‘যাপিত জীবন’, সোহেল রানা বয়াতির ‘নয়া মানুষ’, জ্যাক মিরের ‘দ্য স্টোরি অব আ রক’, জোবাইদুর রহমানের ‘উড়াল’, বিপ্লব কুমার পাল বিপুর ‘ধামের গান’, অনন্য প্রতীক চৌধুরীর ‘নয়া নোট’, সুমন ধরের ‘আগন্তুক’ ও আহমেদ হাসান সানির ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’।

উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল বলেন, ‘উৎসবের প্রস্তুতি জোর কদমে চলছে। সিনেমা নির্বাচন, শিডিউল তৈরি করা, সব কাজ আমরা গুছিয়ে এনেছি।’

‘বাংলাদেশ প্যানোরমা’সহ এবারও উৎসবে থাকছে ১০টি বিভাগ। তা হলো এশিয়ান সিনেমা সেকশন, রেট্রোস্পেক্টিভ, ট্রিবিউট, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন ফিল্মস, উইমেন ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ফিল্মস ও স্পিরিচুয়াল ফিল্মস।

তিনটি ভেন্যুতে হবে এবারের উৎসব। সেগুলো হলো বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর মিলনায়তন ও আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন।

জানা গেছে, এবারের উৎসবে ‘চাইনিজ ফিল্ম উইক’ নামে চীনা চলচ্চিত্রের ১২০ বছর পূর্তি উদযাপন করা হবে। স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য মিলিয়ে দেশটির ১৫টি ছবি দেখানো হবে উৎসবে। এছাড়া উৎসবে চতুর্থবারের মতো থাকবে মাস্টারক্লাস। ভিন্ন দেশের তিনজন স্বনামধন্য নির্মাতা আসবেন এই মাস্টারক্লাস নিতে। বলা দরকার, ১৯৯২ সাল থেকে ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ আয়োজন করছে রেইনবো চলচ্চিত্র সংসদ। 







আরও খবর


 সর্বশেষ সংবাদ

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ
পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা, তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে
নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত চিত্রনায়িকা পপি
আয়ারল্যান্ড সিরিজে থাকছেন না তাসকিন, যোগ দিচ্ছেন সাইফউদ্দিন
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় আবারও ইসরায়েলি হামলা, নিহত অন্তত ২৪
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

দমন-নিপীড়নের রাজনীতি চলবে না, সহনশীলতা চাই : রেজাউল করিম
ত্রিশালে গুডাউনে অগ্নিকান্ডে কোটি টাকা ক্ষয়ক্ষতি, ইউএনও'র পরিদর্শন
তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ছিন্নমূল বৃদ্ধাদের দোয়া মাহফিল
ওয়াশিং মেশিনে পাসপোর্ট হারিয়ে দেশের হয়ে খেলার স্বপ্নভঙ্গ
ফরিদপুরের সালথায় শ্রমিক লীগ সাধারণ সম্পাদকের পদত্যাগ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com