প্রকাশ: রোববার, ২৩ নভেম্বর, ২০২৫, ৫:১৩ পিএম (ভিজিট : ৩৩)
আগামী বছর জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ আয়োজন করবে তুরস্ক।
পাশাপাশি সম্মেলনের প্রস্তুতি নিতে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনায় নেতৃত্ব দেবে অস্ট্রেলিয়া। ব্রাজিলে চলমান কপ৩০ সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এ তথ্য জানিয়েছেন। তিনি এটিকে তুরস্ক ও অস্ট্রেলিয়া দুই দেশের জন্যই ‘বড় জয়’ বলে মন্তব্য করেন।
আগামী জলবায়ু সম্মেলন কপ-৩১ তুরস্কে হওয়ার সিদ্ধান্ত হয়েছে। আয়োজক হওয়ার দৌড় থেকে অস্ট্রেলিয়ার সরে দাঁড়ানোর পর আলোচনা এ সমঝোতায় পৌঁছেছে। খবর বিবিসি।
জাতিসংঘের নিয়ম অনুযায়ী, ২০২৬ সালের কপ আয়োজনের অধিকার পশ্চিমা ইউরোপ, অস্ট্রেলিয়া ও অন্য দেশ নিয়ে গঠিত একটি গ্রুপের প্রাপ্য ছিল। ব্রাজিলে চলমান কপ-৩০ সম্মেলনে আলোচনার পর অস্ট্রেলিয়া তুরস্ককে সমর্থন করতে সম্মত হয়েছে। তবে শর্ত ছিল, অস্ট্রেলিয়ার জলবায়ু মন্ত্রী ক্রিস বোয়েন আলোচনার সভাপতিত্ব করবেন।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, এতে প্রশান্ত মহাসাগরীয় ইস্যু সামনে আসবে। পাপুয়া নিউ গিনির পররাষ্ট্রমন্ত্রী জাস্টিন টকাচেঙ্কো জানিয়েছেন, এ সিদ্ধান্তে তারা মোটেও সন্তুষ্ট নয়।
অস্ট্রেলিয়া চাইছিল প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর সঙ্গে অ্যাডিলেডে সম্মেলন আয়োজন করতে। এদিকে তুরস্ক বলেছিল, তারা ২০২১ সালে যুক্তরাজ্যের অনুরোধে আয়োজক হওয়ার দৌড় থেকে সরে দাঁড়িয়েছে। কিন্তু কোনো পক্ষই আপস না করলে সম্মেলনটি জার্মানির বন শহরে অনুষ্ঠিত হতো।
সমঝোতা অনুযায়ী প্রাক-কপ একটি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপে হবে। মূল সম্মেলন হবে তুরস্কের আন্তালিয়া শহরে। সভাপতি থাকবেন ক্রিস বোয়েন। তুরস্ক ভেন্যু, সভা ও সময়সূচীর জন্য আলাদা একজন সভাপতি দেয়া হবে।
বোয়েন জানিয়েছেন, আলোচনায় তিনি সভাপতির সব ক্ষমতা ব্যবহার করবেন। এ সমঝোতা এখন কপ-৩০ এ অংশ নেয়া ১৯০টিরও বেশি দেশ দ্বারা অনুমোদিত হতে হবে।