প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৮:৩৪ পিএম (ভিজিট : ২৮)
পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের আমিরাবাদ বাজারে জামায়াতের নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আমিরাবাদ বাজারের পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
এতে সভাপতিত্ব করেন কনকদিয়া ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ওয়াজিউল্লাহ মনির মিয়া।
এ সময় ড.শফিকুল ইসলাম মাসুদ দেশের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থাসহ ইসলামী আইন প্রয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
বক্তব্যে ড. মাসুদ বলেন, “জমিন যার, হুকুম চলবে তার।” তিনি দাবি করেন, স্বাধীনতার ৫৩ বছর পরও দেশ প্রকৃত অর্থে সোনার বাংলায় রূপ নিতে না পারার মূল কারণ ইসলামী আইন প্রতিষ্ঠার অভাব।
এ সময় কিছু রাজনৈতিক দলের বক্তব্য ও অবস্থানের বিরোধিতা করে তিনি বলেন, “একদিকে বলে— আমরা শরিয়া মানি না, আবার অন্যদিকে মদিনার আদলে দেশ চালানোর কথা বলে মানুষকে বিভ্রান্ত করে। এ দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না।”
তিনি আরও বলেন, সোনার দেশ, সোনার বাউফল ও সোনার কনকদিয়া গড়তে হলে আল্লাহর আইন ছাড়া বিকল্প নেই।
পথসভার শেষে তিনি আগামী দিনে দাঁড়িপাল্লা প্রতীকে সমর্থন জানিয়ে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়ার আন্দোলনে জনগণকে অংশ নেওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন শ্রমিজ কল্যাণ ফেডারেশনের টীম সদস্য বরিশাল অঞ্চলের মশিউর রহমান, উপজেলার কর্ম পরিষদ সদস্য মাওলানা এসডি আব্দুল্লাহ শিবলী, ঢাকাস্থ কনকদিয়া ইউনিয়ন নির্বাচন কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. রিয়াজ খান, কনকদিয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবদুল করিম, কনকদিয়া ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মাহমুদুল হাসান খানসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তি ও সাংবাদিকরা।