রবিবার ২ নভেম্বর ২০২৫ ১৮ কার্তিক ১৪৩২
 
শিরোনাম:


খেলাধুলা
ক্রিকেটারদের উদ্দেশে স্লোগান, হতাশ ড্যারেন সামি
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ১২:৪৪ পিএম   (ভিজিট : ১৩৬)
মিরপুর, চট্টগ্রাম কিংবা সিলেট যে মাঠেই খেলা হোক না কেন, ক্রিকেটাররা ভক্তদের দুয়োর মুখে পড়ছেন। এক্ষেত্রে অবশ্য বেশিরভাগ সময়ই তাদের পারফরম্যান্সকে দায় দেওয়া হয়। আন্তর্জাতিক কিংবা ঘরোয়া সব ধরনের খেলায় দুয়ো দেওয়ার এই রীতি আগে থেকেই চলছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও স্বাগতিক ক্রিকেটারদের লক্ষ্য করে ‘ভুয়া–ভুয়া’ স্লোগান দিয়েছেন ভক্তরা। যা শুনে হতাশ ক্যারিবীয় কোচ ড্যারেন সামি।

টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচই হয়েছে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে। যেখানে প্রতিদিনই দর্শকে পরিপূর্ণ ছিল গ্যালারি। তবে বাংলাদেশের ধবলধোলাই দেখে সমর্থকরা স্বাভাবিকভাবেই হতাশ ছিলেন। যে কারণে দুয়ো দিয়েছেন ক্রিকেটারদের। প্রথমে বাংলাদেশি সমর্থকদের নিয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেন সাবেক ক্যারিবীয় তারকা সামি, ‘বাংলাদেশের সমর্থকরা দারুণ। যখনই আসি আমি সবসময়ই তাদের প্রশংসা করি। যদিও আমি এখন খেলছি না, তারা সবসময় ভালোবাসা প্রকাশ করে।’

পরে খেলোয়াড়দের সাথে সমর্থকদের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে সফরকারী এই কোচ বলেন, ‘তারা যেভাবে তাদের খেলোয়াড়দের ট্রিট করেছে আমি এটা পছন্দ করিনি। তারা খেলোয়াড়দের ‘ভুয়া–ভুয়া’ বা এমন কিছু বলেছে। আমি শুনেছি, এটার মানে কী। আপনি একজন সমর্থক এবং প্রত্যেক খেলোয়াড়ই চায় ভালো করতে, আপনাদের তাদেরকে সমর্থন করা উচিত।’

ওয়েস্ট ইন্ডিজের অনুশীলনে বাংলাদেশি নেট বোলারদের মধ্যে বেশকিছু প্রতিভা খুঁজে পেয়েছেন সামি। এক নেট বোলারকে সিপিএলে খেলাবেন বলেও শোনা গিয়েছিল। তবে এমন সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন সামি, ‘(তরুণ বোলারকে সিপিএলে নেওয়া) না আমি এমন কিছু করিনি। আমি জানি না এগুলো কিভাবে আসলো। আমি বলতে চাই আমি বাংলাদেশে ১৫ বছর হলো এসেছি। এখানকার মানুষ অনেক ভালো। তারা (নেট বোলার) যখন বল করে আমরা এটা এপ্রিশিয়েট করি। যখন আপনি প্রতিভা দেখবেন তাদেরকে ভালো পরামর্শ দেবেন। আমি নেটে দারুণ কিছু প্রতিভা দেখেছি।’







আরও খবর


 সর্বশেষ সংবাদ

‘আল্লাহর পর বিচার নিষ্পত্তির প্রতিনিধি আপনি’: ট্রাইব্যুনালকে ইনু
রং মেশানো ডাল আমদানি ও বিক্রিতে নিষেধাজ্ঞা
প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিতে চায় এনসিপি
দেশে নৈরাজ্য সৃষ্টির প্রক্রিয়া চলছে: অভিযোগ মির্জা ফখরুলের
“৩০০ আসন ধরে এগোচ্ছি”, প্রার্থী তালিকা এ মাসেই দিতে পারি: নাহিদ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

ডেন্টেক সাংহাই ২০২৫-এ বিএফডিএস কে বিশেষ সম্মাননা
জুলাই সনদ নিয়ে বিরোধ হতাশাজনক, সিদ্ধান্ত দ্রুত হবে: আসিফ নজরুল
“যারা গণভোট চায় না, তারা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়”: ড. মাসুদ
কুমিল্লায় পলাতক ছাত্রলীগ নেতা–কর্মীদের আকস্মিক মিছিল, পুলিশি অভিযানে ১২ জন গ্রেফতার
দুই ফরম্যাটের সিরিজ খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com