প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ৭:২০ পিএম (ভিজিট : ৩৯)
আগের ম্যাচে দলের বাকি ব্যাটাররা ব্যর্থ হলেও ফিফটি করেছিলেন তানজিদ তামিম। আজও দারুণ শুরু পেয়ে সেটা কাজে লাগালেন এই ওপেনার। ইতোমধ্যেই স্পর্শ করেছেন ব্যক্তিগত ফিফটি। এই মাইলফলক ছুঁতে ৩৬ বল খেলেছেন তিনি। তামিমের ফিফটিতে শক্ত ভিত পেয়েছে দল। ১২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৯০ রান।
আগে ব্যাট করতে নেমে শুরুতে দেখে-শুনে খেলেছেন দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজ ইমন। সিরিজে প্রথমবার একাদশে সুযোগ পাওয়া ইমন দারুণ এক ছক্কা হাঁকিয়ে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন। তবে বেশিক্ষণ টিকতে পারেননি এই ওপেনার। ১০ বলে ৯ রান করেছেন তিনি।
তিনে নেমে প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে রানের খাতা খুলেন লিটন দাস। উইকেটে এসেই আক্রমণাত্মক খেলার চেষ্টা করেছেন তিনি। তবে আর কোনো বাউন্ডারি মারতে পারেননি। শেষ পর্যন্ত ৯ বলে করেছেন ৬ রান।
লিটনের বিদায়ের পর উইকেটে আসেন সাইফ হাসান। চারে নেমে তানজিদ তামিমকে ভালোই সঙ্গ দিচ্ছেন তিনি।