সোমবার ৩ নভেম্বর ২০২৫ ১৯ কার্তিক ১৪৩২
 
শিরোনাম:


সারাদেশ
চৌদ্দগ্রামে কেন্দ্র পরিচালক সমাবেশে ডা. তাহেরের মন্তব্য
“বিএনপি’র বর্তমান ভূমিকা ফেব্রুয়ারি নির্বাচনকে ঝুঁকিতে ফেলেছে”
প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ৮:৪৬ পিএম   (ভিজিট : ১৮৯)
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, “জুলাই সনদকে সাংবিধানিকভাবে বৈধতা দিতে সরকার সব দলের সঙ্গে একাধিকবার বৈঠক করেছে। তবে সংস্কার নিয়ে সবাই ঐক্যবদ্ধ থাকলেও বিএনপি হঠাৎ অবস্থান বদলেছে। তারা সরকারের ওপর চাপ সৃষ্টি করছে এবং এখন আর আরপিও বা সংস্কার কোনোটিই মানছে না। বরং তারা বলছে গণভোট ও নির্বাচন একই দিনে হতে হবে — যেন তালের রস ও আমের রস একসাথে করে ফেলার মতো অবস্থা তৈরি করেছে।”

তিনি আরও বলেন, “বিএনপি’র বর্তমান ভূমিকা ফেব্রুয়ারি নির্বাচনকে ঝুঁকির মুখে ফেলেছে। যদি নির্বাচন না হয়, তাহলে যারা পালিয়ে ভারতে বসে ষড়যন্ত্র করছে, তারা সুযোগ নিতে পারে। মনে হচ্ছে বিএনপি আবারও সেই সংস্কারবিহীন পুরনো বাংলাদেশে ফিরে যেতে চায়। তবে বাংলাদেশের মানুষ আওয়ামী জাহেলিয়াতের দিকে ফিরে যাবে না।”
শুক্রবার সকাল ১১টায় কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ অডিটোরিয়ামে চৌদ্দগ্রাম উপজেলার সকল কেন্দ্র পরিচালকদের নিয়ে আয়োজিত সমাবেশ শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের বলেন, “সরকার যদি নিজের সিদ্ধান্ত থেকে সরে যায়, তাহলে এটা প্রমাণ হবে যে তারা নিরপেক্ষ নয়। সরকারের নিরপেক্ষতা হারালে সুষ্ঠু নির্বাচন নিয়ে আশঙ্কা তৈরি হবে।”

তিনি আরও বলেন, “বিএনপি এখন আরপিও, রাষ্ট্র সংস্কার বা গণভোট— কিছুই মানছে না। সরকার যদি অপকৌশল করে, জনগণ তখন আন্দোলনের প্রস্তুতি নেবে। সরকার নিরপেক্ষতা হারালে জনগণ তাদের প্রতি আস্থা রাখবে না।”
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মু. মাহফুজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা অঞ্চল টিম সদস্য ও সাবেক জেলা আমীর আব্দুস সাত্তার, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর মোহাম্মদ শাহজাহান এডভোকেট, কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন।

এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভা জামায়াতের আমীর মাওলানা ইব্রাহীম, নেতা আয়ুব আলী ফরায়েজী, সাবেক উপজেলা দক্ষিণ আমীর শাহ মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি আব্দুর রহিম, পৌরসভা সেক্রেটারি মোশাররফ হোসেন ওপেলসহ স্থানীয় নেতৃবৃন্দ।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

প্রেসসচিব উন্মাদের মতো কথা বলেন: বিটিএমএ সভাপতি
নকলায় বিএনপি'র অফিস ভাংচুর মামলায় ইউনিয়ন আ'লীগের ভারপ্রাপ্ত সভাপতি কারাগারে
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্মচারী ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
নালিতাবাড়ীতে মসজিদে ঢুকে নেশাগ্রস্তদের হামলা ও ভাংচুর
একজন কর্মীর চোখে মানবিক নেতৃত্বের প্রতিচ্ছবি: হাজী আমিন উর রশিদ ইয়াছিন
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

ডেন্টেক সাংহাই ২০২৫-এ বিএফডিএস কে বিশেষ সম্মাননা
ভোলায় হাত পা বাঁধা অবস্থায় ডোবা থেকে মাদ্রাসা ছাত্রকে উদ্ধার
কুমিল্লায় পলাতক ছাত্রলীগ নেতা–কর্মীদের আকস্মিক মিছিল, পুলিশি অভিযানে ১২ জন গ্রেফতার
দুই ফরম্যাটের সিরিজ খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ
সবজিতে স্বস্তি, ডিম-মুরগিরও দাম কমেছে
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com